অসাধারণ একটি সকাল
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:২৮:২৬ রাত
সকালে ঘুম ভাঙ্গার পর বাইরে তাকিয়ে দেখলাম তুষারপাত হচ্ছে। চারিদিকে বরফে ঢেকে গেছে। বাড়ির পেছনের অংশে যে এক টুকরো জায়গা রয়েছে তার পুরোটা সাদা হয়ে আছে। ছোট ছোট গাছগুলো বরফের চাদরে ঢেকে আছে।
রাস্তার দিকে তাকালাম,সেখানে গাড়িগুলো বরফে ঢেকে আছে। ঘরের বারান্দা পর্যন্ত বরফ। বাইরের তাপমাত্রা -৭ সেলসিয়াস। যদিও কানাডা এবং আমেরিকার কিছু এলাকায় -৫০ সেলসিয়াস চলছে। কিন্তু -৭ই আমার কাছে সর্ব নিম্ন। এর আগে এমন ঠান্ডা আমি আর পায়নি। সুন্দর শুভ্র এই ভোর আমার কাছে খুবই আকাঙ্খিত মনে হল,যদিও এটা কাজ কর্মের অন্তরায়। সকলের কাজ কর্ম বন্ধ হলেও আমার কর্ম বন্ধ হয়নি। আমি পরোটা বানালাম এবং আলুর তরকারি দিয়ে সাবাড় করলাম। এক মগ কফি বানিয়ে বাইরে তাকিয়ে থাকলাম।
ইতিমধ্যেই সকল অফিস আদালত বন্ধ হয়ে গেছে। সরকার সকলকে বাড়িতে অবস্থান করতে বলছে। হাইওয়েতে অন্তত ২০টি দূর্ঘটনা ঘটেছে এবং হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুল কলেজ ছুটি। আমার ভাল লাগছে। এখন দুপুর কিন্তু তুষারপাত বন্ধ হয়নি। স্তুপের পর স্তুপ জমা হচ্ছে। হোক, আমার ভাল লাগছে। মনের আনন্দে ৫ দিন পর আজ গোসল করলাম।
বিষয়: বিবিধ
১২৩৯ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফলে সিটির স্নো মোকাবেলার জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি বা লোকবলের অভাব আছে।
শুভ্রতুষার এত সুন্দর। আরো সুন্দর শুভ্র হৃদয়।
ভাত খাওয়ার সুযোগ হয়নি। তাই না। আপনার
লেখা থেকে বুঝা যায়। আপনি রান্না করতে পারেন। আমার এখানে তুষারপাতে গত তিন দিন বাসায় ছিলাম।
আপনি মাইনাস সাতে আছেন আর আমাদের অবস্থা কি তা দেখে যান৷ বালতি ভরে কফি বানিয়ে দেব৷ধন্যবাদ৷
মন্তব্য করতে লগইন করুন