স্বপ্ন দেখলাম
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৪৮:৪৫ রাত
রাতে স্বপ্ন দেখলাম আমি ভিন্ন এক দেশে গমন করেছি এবং সেখানে একটি উন্নত মানের হোটেলে অবস্থান করছি। হোটেল এরিয়া বেশ বড়। এর সাথেই একটা চমৎকার জামরুল বাগান রয়েছে। আমি দেখলাম অতি চমৎকার এবং স্বাভাবিকের চাইতেও বড় জামরুল ধরেছে। আহ কি যে দারুন দেখতে। এগুলোর রং ছিল সবুজ। আমি খেতে থাকলাম। খানিক পর এক ভিন দেশী,সম্ভবত তাজিকিস্তান,কাজাকিস্তান এলাকার দম্পতি হবে। তারাও আসল এবং লোকটার সাথে কথা হল। শেষে আমি সালাম দিলাম এবং তিনি উত্তর নিলেন ,বুঝলাম তিনি মুসলিম। খানিক পর তারা চলে গেলে আমি আবারও জামরুল গাছে উঠলাম। খেতে থাকলাম এবং পকেটে ভরতে থাকলাম।এটা ছিল ছোট ছোট গাছ এবং অনেক গাছ। এসময় এক জাপানিজ লোক আসল সেখানে এবং জামরুল নিতে নিতে বলল ৩০ ডলারে টিকেট কাটলাম, জামরুল দেখছি তেমন পাকেনি ! এই কথা শুনে আমি থমকে গেলাম। হায় আল্লাহ কয় কি ! গতকাল থেকে ধুমছে জামরুল খাচ্ছি এখন আবার টিকেটের কথা কয় ক্যান ? জানলাম এখানে জামরুল খেতে ৩০ ডলারের টিকেট কাটতে হয়। তবে আমার যে টিকেট নেই তা বললাম না,খাওয়াও থামালাম না। তবে নতুন করে আর পাড়লাম না। সত্যিই সে ছিল বড়ই চমৎকার জামরুল।
বিষয়: বিবিধ
১৮৯২ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কমলা গাছ নেই। এ গুলো হয়তো পেতে
পারেন:Apples
Apricots
Blackberries
Blueberries
Cherries
Grapes
Hazelnuts
Melons
Nectarines
Peaches
Pears
Plums
Red Raspberries
Rhubarb
Strawberries
আল্লাহ নিকট দোয়া করি তিনি যেন এর ফলাফল ভালই প্রদান করেন।
আমীন
আমীন
হা হা হা
মন্তব্য করতে লগইন করুন