আমার রাজনীতি সচেতন মা
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১১ ডিসেম্বর, ২০১৩, ১০:৩৮:০৭ রাত
আর দশজন সাধারন মানুষের মত তিনি একজন স্বল্প শিক্ষিত মা আমার। ঢাকায় এসে বেশী দিন থাকতে পারেনা। তবে বেশ কয়েকবারে তাকে আমরা অভ্যস্ত করে তুলেছি বলা যায়্ এক ধাক্কায় প্রায় দুমাস আমাদের সাথে। কিন্তু গ্রামে সকলের খবর নিয়ে অভ্যস্ত ,এখানে তার মন টেকেনা। আর রাজনৈতিক বিষয় তো কোনো কালেও তার জানা ছিলনা। কিন্তু অবস্থা এমন হয়েছে যে তার কাছ থেকে এখন রাজনীতির খবর নিতে হয়। তার কাছে ফোন করলে সকল দলের প্রায় সকল খবর পাওয়া যায়। প্রত্যেকদিনের রাস্তার ঘবরাখবরও পাওয়া সম্ভব। সে মাঝে মাঝে ফোন করে আমাদের অবস্থান জেনে নেয় এবং উপদেশ দেয় ওমুক ওমুক এলাকা এড়িয়ে চলার,কারন সেখানে একটু আগে মারামারি হয়েছে। হেহেহেহে
আসলে এসব না জেনে উপায় নেই। সারাদিন সে একাই থাকে,তবে সামনে থাকে একখান টিভি,ফলে খবর তার মুখস্ত। মাঝে মাঝে সংবাদ বিশ্লেষনও করতে পারে। তবে আমার এত কথায় কাজ নেই, আমি ভাল ভাল খেতে পারছি এতেই আমার পেট খুশী। সে চলে গেলে আবার সেই যা তা......মানুষের বাড়ি বাড়ি গিয়ে খেয়ে আসতে হবে.....
আচ্ছা একটা সমাধান দেন তো- উইন্ডোজ ৭ এ বিজয় ৫২ ইন্সটল করেছি। যুক্ত অক্ষরের সবই লেখা যাচ্ছে কিন্তু দুটো যুক্ত অক্ষর স+ত= স্ত এবং ক+ষ= ক্ষ লেখা যাচ্ছেনা। লিখলে তার আলাদাভাবে বদলে যাচ্ছে। কিভাবে সমাধান করব ? খুব জ্বালায় আছি। উপকার করেন দয়া করে।
বিষয়: বিবিধ
১২৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন