ফেসবুকের মেয়েটি
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০১ ডিসেম্বর, ২০১৩, ০৮:২২:২২ রাত
এক মেয়ে ছিল আমার ফেবু ফ্রেন্ড লিস্টে কিন্তু আমি তাকে চিনতাম না। কারন যে কেউ অামাকে রিকুয়েস্ট পাঠাক,আমি তাকে অনুমোদন করি কিন্তু খুবই অল্প সংখ্যক লোকের সাথে আমার কথা হয়। তো সেদিন বেশ সুদর্শন ছবিযুক্ত একটি মেয়ে কথা বলল। কথার ফাকে তার পেজটি খুললাম,দেখলাম তার একটি ছবিতে দেহের বাঁক স্পষ্ট দেখা যাচ্ছে এবং অনেকে লাইক মেরেছে নিয়ম মাফিক। এরপর গা জ্বলতে লাগল। পরবর্তী কথাগুলোয় আর ভাল লাগল না। আমি তার পড়াশুনা,পরিবার,চিন্তা চেতনা ইত্যাদী বিষয়ে কিছু প্রশ্ন করছিলাম আর সেও করছিল।এস উত্তর দেওয়ার সময় কিছু রাখঢাক করছিল এবং তখন মনে হচ্ছিল,আমি বোধহয় তার জন্যে দিওয়ানা অথবা তাকে বন্ধু বানানোর পায়তারা করছি। তখনই বুঝে গিয়েছিলাম এ কোন জাতের।
সে বলল, আজ হরতাল বাইরে বের হওয়া জরুরী কিন্হতু বের হওয়া সম্ঠাভব নয়। তারপর সে বলল-আচ্ছা আমার একটা উপকার করতে পারবে ?
বিশ্বাস করেন এবার আমি তাকে মুছে ফেলার নিয়ত করে ফেললাম। কারন এ হল আজকের সমাজের স্মার্ট(!) মেয়ে,আমার ভাষায় ছাগী। আমি তাকে কথা বলতে না দিয়ে বললাম, আপনি নিশ্চয়ই আমাকে ফ্লেক্সী লোডের কথা বলছেন,অথবা আপনার কিছু টাকা দরকার এবং ভিষণ দরকার তাই অঅমাকে কিছু টাকা পাঠাতে হবে, ঠিক ? সে বলল হ্যা ঠিক। প্লিজ প্লিজ প্লিজ একটু কষ্ট করে ফ্লেক্সী করে দাওনা, আমার ভিষণ দরকার।
বললাম, ধরুন আপনি একটা নতুন স্থানে গেছেন আর একজনের সাথে পরিচিত হলেন এবং তারপর তাকে বললেন-ভাই আমাকে কটা টাকা দিবেন ? আমার খুব দরকার। তাহলে আপনার সম্পর্কে সেই লোকটির কি ধারনা জন্মাবে ? আপনার নিজের সম্পর্কে আমাকে যে ধারনা দিলেন তা কি সম্মানজনক ? মেয়েটা কোনো কথা বলল না। আমি বললাম,দু:খিত আপনাকে মুছে ফেললাম।
কলেজ,ভার্সিটিতে পড়া কিছু বেয়াদব মেয়ে আছে,এরা ছেলেদেরকে নাচাতে পছন্দ করে। আর এরা ভাবে এরা খুব স্মার্ট। এরা বেহায়ার চরম। এদের অনেকে ধনীর কন্যা কিন্তু আচার আচরনে ফকির এবং চরিত্রহীন। এরা জানে ছেলেরা মেয়েদের ব্যাপারে যথেষ্ট আগ্রহী,উদার আর তাই কিছু মজা করে থাকে। এদের বেড়ে ওঠা স্বাভাবিক নয়। এরা পরিবার থেকে ভাল শিক্ষা পায়নি,শিক্ষা প্রতিষ্ঠান তো এখন চরিত্রহীন লোক পয়দাতে গর্ববোধ করে। যাদেরকে সমাজে ভাল হিসেবে চিনি,এরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা পায়নি বরং পরিবার তাদেরকে আগলে রাখার কারনে স্রোত তাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে পারেনি। ছেলে -মেয়ে সকলের অবস্থাই সঙ্কটাপন্ন। এমন কিছু ঘটছে যা প্রকাশিত হলে প্রবীনরা হয়ত বিশ্ময়ে পাগল হয়ে যাবে। জাহেলীয়া আক্রান্ত হয়েছি শুধু তাই নয়,বরং আমরনা জাহেলীয়া লালন পালন করে গর্ববোধ করি।
বিষয়: বিবিধ
২১১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন