সুখ নেই রে বাপ !!!
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০১ ডিসেম্বর, ২০১৩, ০২:২৪:৫৩ দুপুর
সকাল থেকে কিছু করে মজা পাচ্ছি না। ঘুমিয়েছি বেশ। গোসল করলাম ভালই,যদিও মাঝে মধ্যে একটু ফাকি জুকি দেই। খেলামও সুপার। একটু কাজে গেলাম,এরপর থেকে আর ভাল লাগল না। মনে আমার শান্তি ১৬ আনা কিন্তু তারপরও খচখচ করছে। কি জানি একটা নেই....ব্লগারদের স্বভাব হল ফটাফট বলে বসা-বিয়ে করেন.... এদের কাছে বৌ হল একমাত্র সমাধান। দুনিয়ায় আর যেন কোনো কাজ নেই। ....
এখন দুপুর, কি খাব কি খাব সেই চিন্তা ঘুর ঘুর করছে। মাকে ব্যাপারটা বলার পর বলল-আর কত খাবি ?
এ কি জ্বালা। আমি আবার খেলাম কখন ? সে সকালে যা খেয়েছি...এরা অামাকে খেতেও দেবেনা। ...যাই নামাজে যাই....পরে কথা হবে......
সুখ থাকবে ক্যামনে ? দেশ কাটা ছেড়া হচ্ছে,নিলাম ডাকা হচ্ছে,একজন বলছিল এইটা নিলাম না,এইটা আসলে- দিলাম...। অসহিষ্ণু মানুষেরা ফ্যাসাদে সমাজ নষ্ট করছে। জনতার মাথা বেচে ,গলায় পা দিয়ে খাবার বের করে নিয়ে খেয়ে ফেলছে। খুনোখুনি আর মারামারি। কামের কাম করার খবর নেই অনাথ মানুষের ওপর অত্যাচার। সীমান্তে বিজিবি গুলি খেয়ে মরে,শক্তি সেখানে না দেখিয়ে ..........
বিষয়: বিবিধ
১৭২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন