স্বপ্ন দেখলাম
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৯ নভেম্বর, ২০১৩, ০৫:৩০:৫১ বিকাল
আমি দেখলাম একটা নতুন এলাকায় গেছি। আমি একটি রুই মাছ একজনকে দিয়ে কাটতে বললাম রান্না করার জন্যে। পাশেই ছিল একটা ছোট নদী। গিয়ে দেখলাম জোয়ারে পানি কূলের অনেক ওপরে উঠে এসেছে। অঅমি হাটু পানিতে দাড়িয়ে দুহাত পানিতে ঢুবালাম । দেখলাম একটা অনেক বড় সাইজের ইলিশ মাছ ধীরে ধীরে সাতার কেটে আমার দুহাতের মাঝে এসে ধরা দিয়েছে। আমি সেটা ধরলাম এবং চলে এসে পূর্বোক্ত মহিলাকে মাছটি দিলঅম রান্নার জন্যে। পূর্বের রুই মাছটার চাইতে এই ইলিশ মাছটা অনেক বড় ছিল।
বিষয়: বিবিধ
১৪৩০ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন