আমি তো আল্লাহর উদ্দেশ্যেই ভালবাসি
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৫ নভেম্বর, ২০১৩, ১১:০৯:১৪ রাত
যখন তার ফোন পেলাম তখন আমি অফিসে। উত্তরার এক ওভার ব্রিজের নীচে আসলাম এবং ওদের গাড়িতে এক স্কুলে গেলাম। আমার এই ফ্রেন্ডটি একজন টিচার। অন্যদিকে সুযোগ থাকা সত্ত্বেও সে টিচার হয়েছে ভালবেসে। তার স্টুডেন্টরা সত্যিই উপকৃত হচ্ছে। কারন সে তাদেরকে আদর্শ মানুষ হবার শিক্ষাটা আগে দেয়।
আজকের লেখাটা আসলে ওকে নিয়ে নয়। এর বিয়ের সময় আমি জানতে পেরেছিলাম একটা ছেলে আমাকে খুব ভালবাসে। আমার সাথে সে দেখা করতে চায়। কিন্তু কখনও দেখা করা হয়ে ওঠেনি। ভাবলাম আসলেই তো পারে। কিন্তু দাওয়াত খাওয়ার পর শুনলাম সে লিফটের পাশে আমার জন্যে অপেক্ষা করছে। ভাবলাম এপাশে আসলেই তো দেখা হত। কিন্তু আমি সেখানে গেলাম এবং দেখলাম সাল্ক হুইল চেয়ারে বসে আছে। আমি মোটেও অবাক হলাম না। আসলেই অবাক হয়েছিলাম কিন্তু প্রকাশ করিনি। অন্তর থেকে ভালবাসা উথলে উঠল। সেটা এ কারনে যে আল্লাহ তাকে এই অসুস্থতা দান করেছেন কিন্তু সে অত্যন্ত পরহেজগার একজন ছেলে। জামাতে নামাজ আদায় করে,অন্যদেরকে ইসলামে উদ্বুদ্ধ করে,এবং সে একজন ফার্মাসিস্ট। অত্যন্ত মেধাবী এক ছেলে। কয়েকবছর পূর্বে তার কোমরের ডিস্ক এবং মেরুদ্ড ফিকসড হয়ে গেছে।অতি কষ্টে হাটতে পারে মাথা নীচু করে থাকতে হয়।
আমি তাকে বললাম আমার জন্যে দোয়া করেন। আমি তার সাথে ৩০ মিনিটেরও বেশী সময় কথা বলেছি। একসময় সে উঠতে চাইলেও আমি আরও কথা বলতে পছন্দ করেছিলাম। এটা দুই আড়াই বছর আগের কথা....
গতকাল দেখা হল আবার। আমরা তিনজন স্কুলে খানিক আড্ড মারলাম। তারপর একটা রেস্টুরেন্টে গলা পর্যন্ত খেলাম। সত্যিই সালক থাকার কারনে খাবারে মনে হয়েছিল মহা বরকত আছে। আমি তারকাছে সবসময়ই দোয়া চাই। আমার মনে হয় তার দোয়া আল্লাহ কবুল করবেন। আমরা খুব সুন্দর একটা সময় অতিবাহিত করেছিলাম। খাবারগুলোও সুস্বাদু ছিল। স্কুলের কিছু ছাত্রকে সামনে রেখে আমি কিছুক্ষন আমাদের জীবনের উদ্দেশ্য,আল্লাহর বিধান,তার অস্তিত্ব,ইসলাম মানার প্রয়োজনীয়তা,কোন জীবনাদর্শ শ্রেষ্ঠ এসব মৌলিক বিষয়ে কথা বলেছি। তারা পছন্দ করেছিল সেটা এক্সপ্রেশনে বুঝেছি। .....দিনটা বহুদিন মনে থাকবে।....সালক তার অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যেভাবে ইবাদ করে তাতে হিংসা হয়।...সত্যিই সে হিংসার যোগ্য। আল্লাহ তাকে সর্বদা রহমত বর্ষন করুক,তাকে সব সময় ভাল রাখুক।
বিষয়: বিবিধ
১১৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন