কোরিয়া,হাঙ্গেরী নাকি কোনোটাও নয় ???
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৭ সেপ্টেম্বর, ২০১৩, ১১:০২:১২ রাত
দুটো স্কলারশিপ জুটেছে ছেড়া কপালে। অবশ্য ব্যাপারটা ভিন্ন। আমার শিক্ষক আমাকে অনুরোধ করেছেন যে কোনো একটি নিতে। কিন্তু আমি বলেছি মনে হয় তিন মাসের জন্যে ঢাকার বাইরে যেতে পারব না। বাড়ি ফিরে ভাবছি কি করা যায় ! সিদ্ধান্ত ঠিক নিলাম নাকি ভুল ? অবশ্য এখনও সময় আছে। ইতিমধ্যে আমার ব্যাচমেট হাঙ্গেরী চলে গেছে। আরেকজন কোরিয়া থেকে এক সপ্তাহ আগে ফিরল। বলেছি এক মাসের জন্যে বাইরে যেতে আপত্তি নেই। আসলে আমি একটা ব্যবসায়িক ননসেন্স মার্কা কাজের প্যাচে পড়েছি,সেটা শুধু পেছাচ্ছে সে জন্যে আমার এই দশা। এমন ফুল স্কলারশিপ কেউ হাতছাড়া করেনা। কিন্তু আমার উপায় নেই। ভাবছি কি করব। আমার ফ্যামিলির কোনো আগ্রহ নেই এই ব্যাপারে। তারা আপাতত টাকা নিয়ে ভাবছে,আমার সম্মান নয়
বিষয়: বিবিধ
১৯৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন