মেজাজ খারাপ

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৭ আগস্ট, ২০১৩, ০৯:১৬:৩০ রাত

গত কয়েক দিনে প্রচন্ড কারাপ লাগা কাজ করছে ,কারন মিসরে সেনাবাহিনী আমেরিকান মদদে হত্যাযজ্ঞ চালাচ্ছে। হাজারে হাজারে তারা মুসলিম হত্যা করেছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে তারা হত্যা করছে। কিছুই ভাল লাগছে না যখন এসব মাথায় আসছে। আজ অনেক কস্টে মিসর নিয়ে একটা লেখা লিখলাম এই ব্লগে। লেখাটার জন্যে আমি দুজন মানুষের সাথে দেখা করিনি ,কারন লেখার সময় ম্যানেজ করা উদ্দেশ্য। আর যখন লেখাটা লিখলাম এবং ছবি আপলোড করার জন্যে অপশনে গেলাম,তখন দীর্ঘ সময় নিল। বার কয়েক চেষ্টা করে যখন পেছনে ফেরার জন্যে ক্লিক করলাম আর অমনি আমার লেখাটা হাওয়া হয়ে গেল। অসহ্য লাগছে। কারন আমি আমার প্রচন্ড আবেগ দিয়ে লেখাটা লিখেছিলাম।

বিষয়: বিবিধ

১৬২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File