শাহরুখ খানের সাথে কিছুক্ষণ

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০২ আগস্ট, ২০১৩, ০৬:১৯:২২ সন্ধ্যা



শাহরুখ ভাল মটরবাইক চালাতে পারেন। আমি তার পেছনে উঠে বসলাম উনি চালালেন বেশ। কথা বলতে বলতে চলছি। আমরা একটি বাজারের মত স্থানে আসলাম। আর তখনই দেখলাম কিছু সন্ত্রাসী আমাদেরকে আক্রমন করার পরিকল্পনা করছে। সে এটা বুঝতে পারলনা। কিন্তু আমি তাদেরকে দেখে ফেলেছি। শাহরুখকে বললাম,মোটরবাইক ঘুরিয়ে ফেলুন এবং দ্রুত চালান। ঠিক সেই মুহুর্তে ইঞ্জিনে কিছু গল্ডগোরের কারনে স্পিড থেমে যেত থাকল। কিন্তু পরক্ষনেই সেটি আবার গতি ফিরে পেল। তিনি প্রচন্ড স্পিডে চালালেন। আমরা নিরাপদ হলাম।

স্বপ্নের পরের অংশ ভুলে গেছি।

বিষয়: বিবিধ

১৮৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File