প্রেম ও প্রকৃতি
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৮ জুলাই, ২০১৩, ০৬:০৩:১৫ সন্ধ্যা
আশ্বিনে বেণু বাজিল ওপারে বনের ছায়ে-
তাহারি স্বপন লাগিল গায়ে।
সে সুর সাগর হয়ে এলো পার,
যেন আনে বাণী দূর বার্তার
চির পরিচিত কোনো সে জনার-বিদেশী বায়ে
বনের ছায়ে
তাহারি স্বপন লাগিল গায়ে।
ওপারে রয়েছি ঘন জনতার মগন কাজে-
শরৎশিশিরে ভিজে ভৈরবী কেন গো বাজে!
রচি তোলে ছবি আলোতে ও গীতে-
যেন চীরচেনা বনপথটিতে
কে চলেছে জলে কলস ভরিতে অলস পায়ে-
বনের ছায়ে
তাহারি স্বপন লাগিল গায়ে।
বিষয়: বিবিধ
১০৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন