অবশেষে তিনি ইসলামে ফিরলেন

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৮ জুলাই, ২০১৩, ০৩:২৭:৫৮ দুপুর



ফেসবুকের জন্মলগ্ন থেকেই তার সাথে ছিলাম এবং আছি। সেই সুবাদে দুনিয়ার বহু প্রান্তের মানুষের সাথে জানাশোনা হয়েছে। কখনও কখনও না জেনে বহু বড় বড় ব্যক্তিদের সাথে যোগাযোগ হয়েছে। পরে কথা বলতে বলতে নিজের সীমাও অতিক্রম করেছি,যা বেয়াদবীর পর্যায়ে চলে যায়। পরে বুঝেছি আমি ভুল করেছিলাম। বেশীরভাগ লোকই দয়ালু প্রকৃতির হওয়াতে ক্ষমাও করেছেন। যেমন আফগানিস্থানে কাজ করতে গিয়ে তালেবান কতৃক এক ইংরেজ ভদ্র মহিলা অপহৃত হয়েছিলেন। তিনি ভাবছিলেন আজ তার শেষ দিন। কিন্তু তার সকল চিন্তায় গুড়ে বালি দিয়ে তালেবানরা তাকে খাতির করল। এবং এমন ব্যবহার করল যে ,তালেবানদের প্রতি তার দৃষ্টিভঙ্গীই পাল্টে গেল। যিনি ছিলেন তালেবান বিদ্বেষী তিনিই তাদের সম্পর্কে ভাল মন্তব্য করলেন। তালেবানরা তাকে স্বসম্মানে ছেড়ে দেয়। আর তালেবানের সাথে তিনি ওয়াদা করেন যে, দেশে ফিরে তিনি আল-কুরআন পড়ে দেখবেন।

তিনি কথা রেখেছিলেন। এবং আলহামদুলিল্লাহ তিনি পরে ইসলাম গ্রহন করেছিলেন।ব্রিটিস সাম্রাজ্যবাদী পরিকল্পনা বাস্তবায়নের হাতিয়ার না হয়ে তিনি তিনি একটি ইসলামিক এনজিওতে কাজ বেছে নেন। তিনি ইসলাম প্রচার করেন এবং মানুষের জন্যে কাজ করেন। তিনি খুব বিখ্যাত একজন হয়ে যান।

অনেকের কথা জানি যারা সৎ নিয়তে কুরআনের কাছাকাছি এসে ধন্য হয়েছেন এবং নিজেদের জীবনধারা পরিবর্তন করেছেন। আজ একজনের কথা বলব। আমি তাকে অনেক আগে থেকে চিনতাম। তিনি আমেকরকার একজন সিনিয়র বোন। আজ থেকে ৬ বছর পূর্বে ইসলাম গ্রহন করেছিলেন। নিজের চাচা তাকে ধর্ষন করেছিল। এরপর তিনি নিজের জীবনের প্রতি বিতশ্রদ্ধ হয়েছিলেন। কিছু মুসলিম বন্ধুর সাথে ওঠাবসার সুবাদে ইসলাম সম্পর্কে জানেন এবং ইসলাম গ্রহন করেন। ভালই চলছিল। কিন্তু সেখানে নতুন মুসলিমদের জন্যে দাওয়ার তেমন ব্যবস্থা নেই।

কিছুদিন পূর্বে জানলাম তিনি আবার ক্রিষ্টান ধর্মে ফিরে গেছেন। কারন তার পরিবার,তার অন্য বন্ধুরা তাকে কোনোভাবে বুঝিয়েছে। অনেকদিন তার সাথে আমার যোগাযোগ হয়নি আর যখন এটা শুনলাম,আমার ঘুম হারাম হয়ে গেল। মনে হল আমি সমুদ্রে নিক্ষিপ্ত হয়েছি। কারন জান্নাত থেকে জাহান্নামে লাফ দেওয়া যাবেনা।

রাত দিন দাওয়া শুরু করলাম এবং আল্লাহর কাছে দোয়া চাইতে থাকলাম। গত পরশু দিন থেকে তিনি নামাজ আদায় করা শুরু করেছেন। এবং আবারও হিজাব পরা শুরু করেছেন। তার জন্যে সকলের কাছে এই পবিত্র রমজানে দোয়া চাচ্ছি। আল্লাহ যেন তাকে সুস্থ্য রাখেন,ঈমানের সাথে মৃত্যু দান করেন এবং ক্ষমা করে জান্নাত দান করেন !

বিষয়: বিবিধ

১৪৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File