ইফতারীর পূর্ব মুহুর্তে দোয়া কবুল হয়

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৪ জুলাই, ২০১৩, ০৬:৩৭:৩৫ সন্ধ্যা



রোজাদারদের প্রথম খুশী হল ইফতার। আর ইফতারীর পূর্ব মুহুর্তে দোয়া কবুল হয়। আমার জন্যে নিম্নোক্ত দোয়া চাইছি:

১. আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন এবং কোনো রকম শাস্তি ছাড়াই জান্নাতুল ফিরদাউস দান করে !

২. আমাকে যেন প্রচুর হালাল রিজিক দান করেন,যে রিজিক আমাকে আল্লাহর পথে অটল রাখবে। শয়তান বিভ্রান্ত করবে না।

৩. অতি উত্তম জীবনসঙ্গী

৪. পৃথিবী এবং আখিরাত উভয় স্থানে আল্লাহ যেন আমাকে সফল করেন !

কেউ অন্যের জন্যে দোয়া তরলে সেটি তার নিজের জন্যেও হয়ে যায়। তাই আমার জন্যে দোয়া করতে কার্পন্য করবেন না। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েতের পথে রাখেন ! সকলকে যেন মহা কল্যান দান করেন !

বিষয়: বিবিধ

১৫৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File