রোজা উৎসব

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১১ জুলাই, ২০১৩, ১০:৪৫:১১ সকাল



বঙ্গদেশে সিজন্যাল মুসলিম বেশী দেখা যায়। আমাদের ঈমান প্রবল হয় রমজানে। এটা ভাল। তবে সব মাসে হলে ভাল হত। মূলত রমজান হল বাকী ১১মাস সঠিকভাবে চলার ওয়ার্কশপ। যুবকদেরকে দাড়ি রাখতে দেখা যায়,যা ঈদের পূর্বদিন কাটা হবে। নামাজের ধারে কাছে না থেকেই রোজা পালন চলে,তবে শুক্রবার মিস নেই। যদিও এক ওয়াক্ত নামাজ এবং একটি রোজার মধ্যে পার্থক্য নেই। দুটোই ফরজে আইন। কিন্তু কেন যেন রোজাটাই কষ্ট করে রাখা হয়,আর নামাজ অবহেলিত।

রোজার পর রোজা আসে কিন্তু দেশ দূর্ণিতিতে শীর্ষেই থাকে। নতুন নতুন রেকর্ড তৈরী হয়। বেহায়াপনা,অশ্লীলতার রেকর্ড বাড়ে,নিমকহারামি,মিথ্যাচার,সুদ,ঘুষ,ব্যভিচার,ধর্ষন,হত্যা,চুরি,ডাকাতি কোনোটাই থামেনা। ঈদ উপলক্ষ্যে সিনেমা,নাটক মুক্তি পায়। মডেলরা অর্ধনগ্ন পোষাকের বিজ্ঞাপন দেয়। ঈদ উপলক্ষ্যে কিভাবে বেহায়াপনা হবে তার ফিরিস্তি দিয়ে পত্রিকায় কলাম ছাপা হয়।আবার সমতালে রোজাও চলমান। আহ ! কি চমৎকার বোঝাপড়া। যে রোজা পালন করে কিন্তু মিথ্যাচার ছাড়ে না তার উপোস থাকা দিয়ে আল্লাহর কিছু এসে যায় না,সেটা জানার পরও আমরা এই রীতি পরিত্যাগ করিনা। ফলে রোজা আমাদের জন্যে আলো হয়ে আসে না। প্রতারকরা বছরের পর বছর আমাদেরকে নিয়ম মেনে ধোকা দিয়ে যায়,একের পর এক। রোজা আমাদের সমাজে ঈদ নামক নানা রঙের আনন্দ উৎসবের আগমনী বার্তা ছাড়া আর কি তা ভাববার বিষয় বটে। আমরা সবকিছুকেই ফান হিসেবে নিয়েছি।

এই রোজা যেন আমাদের প্রকৃত আত্মশুদ্ধী ঘটায়। এই কামনা করি !

বিষয়: বিবিধ

১৬৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File