নারীর অধিকার

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৮ মে, ২০১৩, ১০:০০:১৬ রাত

আর যারা নারী অধিকার নিয়ে গলা ফাটান , তারা কি বলবেন? উত্তর দিতে পারেন? যদি এই সব প্রশ্নের উত্তর দিতে না পারেন, মুখের ভিতর মূলা ঢুকিয়ে একদম চুপ করে থাকেন। নাইলে, যারা সত্যি নারী, ও নারীর মর্যাদা জানে, তাদের মাইর একটাও মাটিতে পরবে না।

টিভি ভর্তি যৌনতা?

উহা তো সিনেমা !

কাগজভর্তি যৌনতা?

উহা তো কবিতা!

ক্যাসেট ভর্তি যৌনতা?

উহা তো সঙ্গীত!

বিলবোর্ড ভর্তি যৌনতা?

উহা তো বিজ্ঞাপন!

ক্যানভাস ভর্তি যৌনতা?

উহা তো পেইন্টিং!

পাথরভর্তি যৌনতা?

উহা তো ভাস্কর্য!

সমগ্র পৃথিবীর খাঁজে-ভাঁজে মাংসে-অংশে পাহাড়ে-

নহরে উদ্যানে-বিদ্বানে যৌনতা?

উহা যে শিল্প,

উহা যে আর্ট,

উহা যে আর্টেরই পার্ট!

যাদের চিন্তা-চেতনা ভরা যৌনতা তাদের কছে নারী শুধুই যৌন বস্তু তাদের কোন মনন নাই। তাদের চেতনালব্ধ বিষয়ের বিকাশ করা যাবে না। তারা কি সত্যিই নারীকে সন্মান করে নাকি যৌন বস্তুর ব্যবহার করে? আর যারা নারী অধিকার নিয়ে গলা ফাটান , তারা কি বলবেন? উত্তর দিতে পারেন? যদি এই সব প্রশ্নের উত্তর দিতে না পারেন, মুখের ভিতর মূলা ঢুকিয়ে একদম চুপ করে থাকেন। নাইলে, যারা সত্যি নারী, ও নারীর মর্যাদা জানে, তাদের মাইর একটাও মাটি তে পরবে না

সংগৃহীত

বিষয়: বিবিধ

১৯২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File