আমি কবি

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৩ মে, ২০১৩, ০৯:৪৮:১৫ রাত





রৌদ্রের তপ্ত দুপুরের বালুকাময় প্রান্তরে

ঘুরেছে ঘুঘু চরেছে কোনো আঙিনায়

ডেকেছে বান ,মেখেছে সাবান

চষেছে বাগান বৃদ্দাবন

চলে হেথা,জলে সাতরায় মাছ ধরে নিরবে

শঙ্খচুর উড়ে যায় বাতাসে পাতালে

গগন ভেদিয়া উঠিয়াছে মহিরুহ

দেখিল তাহার পুকুরের কুকুরের ডালে তাল পুকুরে

পাড়ে হেলিয়াছে যে জন বুঝিবে কজন

একটি জলাশয় ভরে রয় আমার মনের মতন

আজিকার দিনে দেখিবেনা আর নিশিথে প্রদীপ ভাতি

আগুনের হল্কা খেজুর গাছ আর সুমিষ্ট বারি স্রোতে

বেদনার নীল গামছা চালায় সে নিরবে ক্ষেতের আইলে

কাস্তে নিয়ে কৃষান গাড়ি চালায় হাকিয়া

নিরবে হাকিয়া ওঠে খেকশিয়ালের পাল

হারে পানি,পালে হাওয়ার নাদুস নুদুস দেহে

মহিষেরা করে কলরব থরে থরে

ফুটীয়াছে ফুল রসাতলে ।।

বিষয়: বিবিধ

২১৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File