মৃতের সংখ্যা কত ???
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০২ মে, ২০১৩, ১২:১৩:৫৭ দুপুর
অতিব দু:খের সাথে জানাচ্ছি যে,গত পরশুদিন পর্যন্ত রানাপ্লাজার ধ্বংসাবশেষে নিখোজ মানুসের সংখ্যা প্রায় ১৩০০জন ছিল। সংখা খানিক এদিক ওদিক হলেও সকল টিভি চ্যানেল এটি প্রচার করেছে। কিন্তু গতকাল মাত্র ২৩টি লাশ উদ্ধারের পর এই নিখোজ মানুষের সংখ্যা কোনো টিভি চ্যানেলে আর প্রচারিত হচ্ছেনা।
তাহলে কি নিখোজ মানুষেরা সব জীবিত আছেন ??? বাস্তবতা হচ্ছে তারা সকলেই মৃত কিন্তু তালিকা থেকে তাদেরকে বাদ দেওয়া হল। ভবনটি ধ্বসের সময় এবং তার কয়েকদিন পর্যন্ত প্রচার করা হচ্ছিল প্রায় ৬ হাজার মানুষ ছিল সেখানে। ২৪৫০ জন লোক যদি উদ্ধার করা হয়ে থাকে তাহলে ৩৫০০ জন লোক মারা গেছে। সকলের চোখের সামনে এই তথ্য গায়েব করা হল। বাহ ! কি চমৎকার দেখা গেল !!! সাধু ! সাধু !!
আহতদেরকে চিকিৎস্যা এবং ক্ষতিপূরনে নয় ছয় শুরু হয়েছে। নিহতদের পরিবার বরাবরের মতই হয়ত কিছু ছিটেফোটা পাবে। আপনারা প্রস্তুত হন। শিঘ্রই ঢাকা শহরে ভিক্ষুকের সয়লাব হবে। যারা ভিক্ষুকের আধিক্যে চরম বিব্রত,তাদেরকে বাইরে বের না হতে অনুরোধ জানাচ্ছি।
বিষয়: বিবিধ
১১৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন