পৃথিবীতে থাকতে ভাল লাগছে না

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৯ এপ্রিল, ২০১৩, ০৩:৫৬:০০ দুপুর

পৃথিবীর যে রূপ দেখছি তাতে আমার মোটেও ভাল লাগছেনা। ফিতনা ফ্যাসাদে ভরে গেছে। মজলুম চরমভাবে নির্যাতিত। পদ্ধতিগতভাবে মজলুম তৈরী করা হচ্ছে। অযোগ্য আর খারাপ চরিত্রের মানুষেরা সমাজপতি হয়েছে। জ্ঞানকে বিকৃতভাবে কাজে লাগানো হচ্ছে। মারামারি হানাহনিতে পরিপূর্ণ হয়েগেছে সমাজ। সত্যকে খারাপভাবে আর মিথ্যাকে সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে। পাপাচারকে প্রগতি হিসেবে চালানো হচ্ছে। মানবতাকে ধর্ষন করে আদর্শবান হিসেবে পরিচিতি পাচ্ছে। সমাজের লোকেরা নিরবে পাপকে সম্মতি জানাচ্ছে। সৎ কাজের আদেশ এবং অসত কাজের নিষেধ কোনো মাত্রা পাচ্ছে না। যুলুম নির্যাতন সাংষ্কৃতিতে পরিনত হয়েছে। কুশিক্ষাকে সুশিক্ষা হিসেবে প্রতিষ্ঠিত করা হচ্ছে।

এ অবস্থা থেকে উত্তরনের জন্যে যে মানব সমষ্টির সত কাজের আদেশ ও অসত কাজে নিষেধ করার কথা ছিল তাদের বেশীরভাগই মনের সুখে অথবা মনের দুখে ঝিমাচ্ছে। আর এত বিশাল জনতার অকর্মন্নতার দ্বরুন আল্লাহ এমন কিছু সকলের ওপর চাপিয়ে দিয়েছেন যার ভার বহন করা সকলের জন্যে কষ্টকর।

আমি আল্লাহর কাছে জান্নাত চাই। জান্নাতুল ফিরদাউসে আমি শান্তিতে থাকতে চাই। আমার এখানে মোটেও ভাল লাগছে না। প্রতিনিয়ত বিরক্ত হচ্ছি।

বিষয়: বিবিধ

১৭৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File