ইলিশ !!!
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৪ এপ্রিল, ২০১৩, ০১:১৩:০৭ রাত
মৎস্য মারিব খাইব সুখে
কি আনন্দ লাগছে পেটে
কারো পেটে আনন্দ লেগেছে
আর কারো পেটে লাথি
যে যাই বলুক
কাল জ্বলবে মঙ্গল বাতি
পদ্মা খাব ইলিশও খাব
মাটি খাব,পানিও খাব
যেভাবে দিচ্ছে,না খেয়ে কোথায় যাব ?
ইলিশ খাবি ?
টাকা আছে?
থাকলে তোর জন্যে বৈশাখ
না থাকলে তোর জন্যে পুইশাক
এটা ধনীদের জায়গা দূর হ
রাস্তা গরিবের জায়গা, গাড়ি নিয়ে তুই দূর হ
তাকিয়ে কি দেখছিস ?
ইলিশ খেতে মন চায় ?
টান দিয়েছিস কি গাঞ্জায় ?
মাছের রাজা ইলিশ
বদের রাজা পুলিশ
১লা বৈশাখে সব গিলিস
বিষয়: বিবিধ
১১৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন