নতুন আঙ্গিকে ফেসবুকের নিউজফিড
লিখেছেন লিখেছেন ক্লিক ০৪ মার্চ, ২০১৩, ০২:০৫:০৬ দুপুর
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক আরো আকর্ষনীয় করতে নিউজফিডের আঙ্গিক পরিবর্তন করা হচ্ছে। আগামী ৭ মার্চ নিউজফিডের নতুন ফিচার অবমুক্ত করবে ফেসবুক।
ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ফেসবুকের সদরদপ্তরে ফিচারটি অবমুক্ত করা হবে বলে ই-মেইলের মাধ্যমে সাংবাদিকদের জানানো হয়েছে।
ফেসবুকে নিউজফিডের গুরুত্বের কথা বলতে গিয়ে ওয়েবসাইটির প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ বলেন, ‘নিউজফিড, ব্যবহারকারীদের প্রোফাইল এবং সার্চ আমাদের সার্ভিসের প্রধান তিনটি ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ছবি, ভিডিও এবং মন্তব্য বন্ধুদের সঙ্গে শেয়ার করেন।’
এর আগে ২০১১ সালের সেপ্টেম্বরে ফেসবুকের নিউজফিডে পরিবর্তন আনা হয়েছিলো। এরপর মোবাইলে ফেসবুকের ব্যবহার অনেক সহজ হয় কিন্তু তারপরও ফেসবুকের মোবাইল সংস্করন এবং পিসি সংস্করনে বেশ কিছু পার্থক্য রয়েছে।
তবে গার্টনার ফার্মের বিশেষজ্ঞ ব্রিয়ান ব্লাউ বলেন, ‘ফেসবুকের মোবাইল সংস্করনে এখনো পিসি সংস্করনের অনেক ফিচার দেখা যায় না। এবারের নিউজফিডের পরিবর্তনের মাধ্যমে উভয়ই সংস্করনে ফিচারগুলো একরকম করা হবে।
বিষয়: বিবিধ
৭৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন