গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন : হেফাজত ইসলামকে নিয়ে আওয়ামী নাটক !!
লিখেছেন লিখেছেন মোঃ রায়হান খান ঝুমন ০২ জুলাই, ২০১৩, ০৩:৪৯:০০ রাত
টিভি নিউজে দেখলাম গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা দাড়িটুপি পরিহিত কয়েক জন হুজুরকে(এরা মূলত ওলামালীগের নেতা-কর্মী) পাশে দাড় করিয়ে বললেন, হেফাজত ইসলাম আমার সাথে আছে । এই কথা শুনেতো আমার আক্কেল গুডুম! একি বললেন আজমত উল্লা ? উনার মাথা ঠিক আছেতো ? উনার নেত্রী বা উনার দলের সিনিয়র নেতারা কি জানে উনার সাথে হেফাজত ইসলাম আছে ? কারণ হেফাজত ইসলাম তো আওয়ামীলীগের কাছে হেফাজতে জামাত/হেফাজতে রাজাকার । আওয়ামীলীগ তো হেফাজত ইসলামকে জঙ্গী সংগঠন মনে করে । উনার তো দরকার দ্বিতীয় প্রজন্মের মুক্তিযোদ্ধা শাহাবাগীদের । আওয়ামীলীগ তো মনে করে বাংলাদেশের লক্ষ-কোটি তরুণ শাহাবাগী চেতনায় বিশ্বাসী(?) । শাহাবাগী নেতা ইমরানকে নির্বাচনী প্রচারনায় নামালেত হয় গাজীপুরের তরুণ প্রজন্ম আজমত উল্লাকে ভোট দিবে(?) । তাহলে কেন ওলামালীগের নেতা-কর্মীদের হেফাজত ইসলাম সাজিয়ে এই নাটক? নিশ্চয় তার নেত্রী ও দলের সিনিয়র নেতাদের পরার্মশে । কারণ তারা ভাল করে জানে হেফাজত ইসলাম তাদের যুক্তিক আন্দোলনের মাধ্যমে ইতিমধ্য বাংলাদেশের ধর্মপ্রাণ আপমর জন-সাধারনের মনে স্থান করে নিয়েছে । আর অপর দিকে শাহাবাগের নাস্তিক বিরানী প্রজন্মেকে মানুষ ঘৃণার চোখে দেখে । এদের কে নিয়ে ভোট চাইলে আজমত উল্লার জামানত বাজাপ্ত হবে । আর ওলামালীগকে হেফাজত সাজিয়ে মানুষকে ধোকা দিয়ে বোকা বানানো এত সহজ না। মানুষ ভুলে জায় নাই কিভাবে আলেম-ওলামাদের উপর মতিজিলে রাতের অন্ধকারে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল । আর অপর দিকে শাহাবাগে বসে ভারতের টাকায় বিরানী খাওয়া গান বাজনা করা গুটি কয়েক নষ্ট তরুণ যারা ব্লগে ইসলাম ও মুহাম্মদ (সঃ) নিয়ে কুটুক্তি করেছিল তাদের তিন স্তরের নিরাপত্তা দিয়েছিল আওমীলীগ সরকার । আশা করি গাজীপুরের জনগন এর উপযুক্ত জবাব দিবে । আগের চার সিটি করপোরেশন নির্বাচনের মত গাজীপুরেও চেতনা ব্যবসায়ী/ধর্ম ব্যবসায়ী আওমীলীগ পরাজিত হবে ইনশাআল্লা ।
বিষয়: রাজনীতি
১৭৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন