কয়েকটি প্রশ্ন
লিখেছেন লিখেছেন গরিবের পোলা ০৩ মার্চ, ২০১৩, ০৮:৪৬:১৫ রাত
যারা শুধু জামতি ইসলাম নয় বাংলাদেশ থেকে পুরো ধর্ম ভিত্তিক রাজনীতি তুলে দিতে চান তাদের কাছে কয়েকটি প্রশ্ন ---
১। বৃটেনে সপ্তাহের বাকী ছয় দিন থাকতে শুধু রবিবার সপ্তাহিক ছুটি কি কারনে ???
২। এখানে বছরের ৩৬৫ দিনের মধ্যে ২৫ ডিসেম্বর মাত্র ১ দিন 'পাবলিক হলিডে' যেদিন সারা দেশের সরকারী অফিস-আদালত সহ সব ধরনের বাস-ট্রেন পর্যন্ত বন্ধ থাকে, সেটা কেন ???
৩। মসজিদের মাইকে আযান দেয়ার অনুমতি নাই অথচ চার্চের ঘন্টায় বিশাল শব্দে টন টন বাজানো যায় কেন ???
যাদের আমরা সভ্য দেশ বলে জানি খোদ বৃটিশরাই তাদের রাষ্ট্রিয় নীতিতে ধর্মকে একটা ফেক্টর হিসেবে নিয়েছে সেখানে আমরা এতটা সুশিল-সভ্য কবে হয়ে গেলাম যে বাংলাদেশ থেকে পুরো ধর্ম ভিত্তিক রাজনীতি তুলে দিতে হবে ???
তাই বলি 'গাছে আগাছা লাগলে শুধু আগাছাটিই উপড়ে ফেলতে হয়, পুরো গাছ নয়'
বিষয়: বিবিধ
৯২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন