একজন ভাল প্রেমিকা!

লিখেছেন লিখেছেন পদ্দ পাতার জল ২৪ মার্চ, ২০১৩, ১১:৫০:৫১ সকাল

মোবাইলে প্রেম ও

ডেটিংয়ের পর সর্বস্বান্ত

করে অবশেষে ধর্ষণের অভিযোগ

এনে প্রেমিককে পুলিশের

হাতে তুলে দিল প্রেমিকা। যুবকের

নাম সজিব ওরফে মুরাদ (২৫)।এ ঘটনা বৃহস্পতিবার রাতে উপজেলার

মারুয়াদী গ্রামে ঘটেছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সজিব

ওরফে মুরাদ পেশায় একজন

সিএনজিচালিত অটোরিকশাচালক।

সে নরসিংদী জেলার মাধবদীর

শেখেরচর গ্রামের মো. আনোয়ার

হোসেনের ছেলে। এক বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে তার

সঙ্গে গাজীপুর জেলার শ্রীনগর

উপজেলার কামারগাঁও ইউপির জনৈক

উত্তম পোদ্দারের

মেয়ে বৃষ্টি রানী পোদ্দার (১৫)-এর

পরিচয় হয়। এরপর বছরজুড়ে তাদের দেখা-সাক্ষাৎ চলে।

প্রতি ডেটিংয়েই বৃষ্টি পোদ্দার

সিএনজি চালক সজিবের কাছ

থেকে নিতো দামি গিফট।

বৃষ্টি রানী হিন্দু ও এ কথা গোপন

রাখে। কয়েক দিন আগে বৃষ্টি রানী গাজীপুর

থেকে নারায়ণগঞ্জে এক মাসীর

বাসায় বেড়াতে আসে। বৃহস্পতিবার

সারা দিন সোনারগাঁও, বারদীসহ

অন্যান্য স্থানে ঘোরাফেরা করে। রাত ৯টায় আড়াইহাজার উপজেলার

মারুয়াদী এলাকায় তারা আপত্তিকর

অবস্থায় ধরা পড়ে।

এলাকাবাসী তাদের পুলিশে সোপর্দ

করে। বৃষ্টি রানী থানায়

নিজে বাদী হয়ে প্রেমিক সজিবের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার

মামলা দায়ের করে।

বিষয়: বিবিধ

১৩৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File