পুলিশ যখন সন্ত্রাসী.....
লিখেছেন লিখেছেন Eng Arif ২০ মার্চ, ২০১৩, ০৩:০৬:২৮ দুপুর
বাংলাদেশে পুলিশ এখন জনসাধারনকে হত্যার মিশন নিয়ে নেমেছে । তারা দেশের মানুষের জানমালের রক্ষক না হয়ে রাস্তায় চলন্ত মানুষকে গুলি করা শুরু করেছে। এটা কি একটা স্বাধীন দেশের প্রশানের কাজ? সম্মানিত পুলিশ ভাইয়েরা আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের রাস্তা কি শুধু ক্ষমতাসীন লোকদের জন্য আপনারা পাহারা দিচ্ছেন,আর অন্যদের জন্য বুলেট,গুলি,রাবার বুলেট,প্রস্তুত করে রেখেছন? আপনাদের পরিবার নাই,আত্বীয় স্বজন নাই,তাদেরকে কেউ যদি রাস্তায় চলন্ত অবস্থায় গুলি করে চিরতরে পংগু করে দেয় তাহলে কেমন লাগবে। পুলিশ বাহিনী আপনারা শুধু আয়ামীলিগের কিছু গুন্ডা পান্ডাকে খুশি করার জন্য নির্বিচারে মানুষ খুন করছেন কেন? কি দোস ছিল সেই দিন সেই ব্যক্তির, যাকে চলন্ত অবস্থায় রিকশা থেকে নামিয়ে তার পায়ে পর পর ৫টি গুলি করে পংগু করে দিলেন। সেই ব্যক্তিটিতো কোন মিছিল থেকে পুলিশের উপর ইট মারে নাই,তবে কেন এধরনের অমানুষিক আচারন? ইতিহাস মনে রাখা দরকার,কোন দিন নির্যাতন করে টিকা যাইয়না। আজকে তাদের হয়ে এত বাড়বাড়ি করছেন,মনে রাখা দরকার এর ফলাফল আপনাদের ভোগ করতে হবে।সুতরাং সময় থাকতে সাবধান হয়ে যান,মানুষের মত আচারন করেন,আর এই সব গনহত্যা করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন।
বিষয়: বিবিধ
১১৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন