হামাকেরে গাঁয়ের বটগাছ

লিখেছেন লিখেছেন চ্যাংরামানুষ ২৩ মার্চ, ২০১৩, ১১:৫০:১৫ সকাল



হামাকেরে বাড়ীর ওম্মুরা আছে বুড়া এক বটের গাছ,

সেই গাছের ছেওয়াত বস্যা থাক্যা গরুক খিল্যাছি ঘাস।

বোশ্যাখ মাসের কাটফাটা ওদোদ দিচ্চিল ঠান্ডা ছেওয়া,

লিত্তি দুপুসোমে দম লিচ্চিলো ভিকারী আজিরন বেওয়া।

হাঠ্যা যাতে পতিক ঠান্ডা হচ্চিল তারই ছেওয়াত বস্যা,

দুইএকটো পাকা লরম গোটা মাতাত পরিচ্চিলো খস্যা।

পিট পোড়া ওদোদ আসিচ্চিলো ছুট্যা গরু-বরকীর পাল,

ঠান্ডা ছেওয়ার ভালবাসা দিচ্চিলো তোর ছড়ান্যা ডাল।

মাটের কিরষোক গামছা বিছ্যা ছেওয়াত শুতিছে ওদের দিন,

আতের বেলা পাড়ার আকাল তলে বস্যা বাজাচ্চিলো বীন।

হামিও অনেক ভালবাসোচ্চোনো তোর হাল্যা পোড়া ঝুড়ি,

দোল খেলব্যার গেলে গাল পারিচ্চিলো ভিকারী আজিরন বুড়ি।

পাড়ার ছোলেরা দল বাদ্যা গেছি বেলা এনা হাল্যা পোলে,

বেমাক ছোল-পোল ঝুড়ি ধরে উট্যা বসোচ্চোনো তোর কোলে।

তুইও মোনে হয় ডাল-পালা মেল্যা জড়্যা ধরিচ্চুলু বুকে,

ছোল বয়োসটা তোর সাতে খেল্যা কাট্যা গ্যাছে বেশ সুকে।

তোর কোতা মোনে হলে আহা ম্যালা কষটো বুকে জাগে,

বাড়ি গেলি দেকি শালিক-বকেরা তোর ডালোত বস্যা হাগে।

বিষয়: সাহিত্য

২৪৩৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342985
২২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৩৩
জ্ঞানের কথা লিখেছেন : বিরাট বটগাছ। এখানে বসে কাশফের দরজা খোলা অনেক সহজ হবে। ঠিকানা দিন মুরীদভাই।ওখানে যেতে চাই।
১৬ অক্টোবর ২০১৬ সকাল ১০:২৩
313711
চ্যাংরামানুষ লিখেছেন : হামাকেরে বাড়িত যাওয়া লাগবি তালে। যেদিন সময় হবি কলি পারে হামি লিয়া যামু।
378737
১৬ অক্টোবর ২০১৬ সকাল ১০:২৩
চ্যাংরামানুষ লিখেছেন : হামাকেরে বাড়িত যাওয়া লাগবি তালে। যেদিন সময় হবি কলি পারে হামি লিয়া যামু।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File