আওয়ামীলীগের পায়ের নীচে মাটি নেই, সোস্যাল মিডিয়া বন্ধই তার প্রমান, ছিঃ আওয়ামীলীগ ছিঃ...

লিখেছেন লিখেছেন দূর্বল ঈমানদার ১৯ নভেম্বর, ২০১৫, ০৬:৩০:২৭ সকাল

কতগুলো মানুষ আছে লাজ-শরম-হায়া কিছুই থাকেনা। আওয়ামীলীগ এমনই একপ্রকার জীব।

গণতান্ত্রিক দেশে যার যার স্বাধিন অধিকার হচ্ছে ফেসবুক ভাইবার, হোয়াটস অ্যাপ, স্কাইপি ইত্যাদি ব্যবহার করা।

যার যার পকেটের টাকা খরছ করেই এসব ব্যবহার করে থাকে। সেখানে নগ্ন হস্তক্ষেপ করা মানে হচ্ছে নিজেদের রাজনৈতিক দেওলিয়াপনার কথা সবাইকে ঘোষণা দিয়ে জানিয়ে দেয়া।

সোস্যাল মিডিয়া বন্ধ করার সাথে সাথে সবচেয়ে বোকামির পরিচয় হল ইন্টারনেটের গতি স্লথ করে দেশকে অনিরাপত্তার দিকে ঠেলে দেয়া। নেটের গতি কমানোর ফলে দেশের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। আমদানি রপ্তানিসহ দেশের নিরাপত্তাও বিঘ্নিত হবে।

ডিজিটালের কৃতিত্ব আওয়ামীলীগ নিমিশেই ধূলিস্যাত করে দিল।

বাকশাল কায়েমের কথা যেমন বাংলাদেশের মানুষ আজঅবধি ভুলেনি। তেমনি এই অন্যায় জুলুমের কথা স্মরণ করে করে মানুষ আওয়ামীলীগের প্রতি থু থু নিক্ষেপ করবে। ছিঃ আওয়ামীলীগ ছিঃ.......

বিষয়: বিবিধ

১২৮৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350313
১৯ নভেম্বর ২০১৫ সকাল ০৬:৩৯
শেখের পোলা লিখেছেন : বাঙ্গালীর অনেক গুন, যার একটা অতীত ভুলে যাওয়া৷ ৭২-৭৫ বে মালুম ভুলে গিয়ে এই গর্তে পড়েছে৷এটাও ভুলতে দেরী লাগবেনা৷
১৯ নভেম্বর ২০১৫ সকাল ০৬:৫৩
290743
দূর্বল ঈমানদার লিখেছেন : এত ভাল যাদের গুণ তারা বারবারই পড়বে একই গর্তে। তবে হাদিসে আছে মুমিন এক গর্তে দুবার পড়েনা। সমস্যা হচ্ছে এখনও মুমিনের সংখ্যা খুবই নগন্য।
350324
১৯ নভেম্বর ২০১৫ সকাল ১০:৩৪
হতভাগা লিখেছেন : আওয়ামী লীগ সুপার সনিক গতিতে হাওয়ায় ভেসে চলছে
350325
১৯ নভেম্বর ২০১৫ সকাল ১০:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফেসবুক বন্ধই প্রমান করার জন্য যথেষ্ট যে এই সরকার জনবিরোধি!
350344
১৯ নভেম্বর ২০১৫ সকাল ১১:৫৯
আনিছুর রহমান লিখেছেন : ১।সন্ত্রাস ঠেকাতে ফেসবুক বন্ধ।
২।এক্সিডেন্ট ঠেকাতে গাড়ি বন্ধ
৩। নকল ঠেকাতে পরীক্ষা বন্ধ‌।
৪। মাথা ধরলে মাথা কেটে ফেলা
------------------------
সমস্যার মূলে না গিয়ে এই ব্যবস্থা নেয়া বুদ্ধিমানের লক্ষন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File