এই দেশকে কোথায় নিয়ে যাচ্ছে সরকার?

লিখেছেন লিখেছেন ফাহিম মুনতাসির ১১ মার্চ, ২০১৩, ০২:৪৬:১৬ দুপুর

→প্রশ্ন হতে পারে বর্তমান সরকার চাইছে জামায়াত-শিবির নিষিদ্ধ করতে। সেটা কি পারবে?

√উত্তরঃ পারবে। তাহলে লাভ হবে কার? বিএনপির ডাইরেক্ট লাভ। জামায়াতের অন্তত

৫০% ভোট সরাসরি বিএনপিতে যাবে। জোট করা ছাড়াই বিএনপি এই সুবিধাটা পাবে।অথচ

আ’লীগে যাবে না এক ভোটও। বোদ্ধারা বলছেন, জামায়াত-শিবির নিয়ে হাসিনার

ক্যালকুলেশনও ঠিক নাই। তার কাছে খবরই নাই মিলিটারী, সিভিল প্রশাসন, আর গুরুত্বপূর্ন

যায়গায় কত শিবির-প্রোডাক্ট আছে! মিলিটারির জেনারেল, সিভিলে সচিব, পুলিশের হাই

পদে জামায়াত সমর্থক যেসব পরিচিতরা আছেন, হাসিনার শাসন আনষ্টাবল করার জন্য

এরাই যথেষ্ট। নিষিদ্ধ হলে অ্যাকটিভ শিবিরের অর্ধেক আন্ডারগ্রাউন্ডে চলে যাবে।

এরা মেধাবী- সব পারে এরা। শুরু হবে পাকিস্তান-আফগান স্টাইলে গুপ্ত হামলা,

সারা দেশে সিরিজ হামলা, গাড়ি বোমা হামলা, আত্মঘাতি হামলা। এদের টার্গেট কেবল

আওয়ামীলীগ। ফলাফল সরকারের চুড়ান্ত পতন। “মরলে শহীদ বাঁচলে গাজী”র রিয়েল

সংগ্রামে কোনো হিন্দুস্তান বা আম্রিকান সোলজারে কুলাবে না। কারন শিবির পার্টির

কর্মসূচি পালন করাকে ধর্মের অংশ মনে করে, এ কাজে মারা গেলে শহীদ হয় বিশ্বাস করে।

→প্রশ্ন হচ্ছে এদের সাথে হাসিনা পারবে কেমন করে?

√উত্তরঃ হাসিনা জামায়াত নিষিদ্ধ করতে পারবে না। কেবল ভয় দিয়ে জামায়াতকে জয়

করতে চায়। সেটা কি কখনও হয়? এখন বাঁচার জন্য যদি জামায়াত ১৮ দল

থেকে সাময়িকভাবে বেরিয়েও যায়, নির্বাচনের সময় ঠিকই যায়গামত চলে যাবে।

অতীতে বিএনপির সাথেই জামায়াত সরকারের ভাগ পেয়েছে। আওয়ামীলীগ কোনেদিনই

জামায়াতকে সরকারে নেয় নি, নিতেও পারবে না। জামায়াতের তারিকা মত “আল্লাহর আইন চাই,

সৎ লোকের শাসন চাই” কায়েম করতে হলে তাদের রাষ্ট্রক্ষমতায় যাওয়া খুবই জরুরী।

→প্রশ্ন হচ্ছে তাহলে সরকার জামায়াত-শিবিরের উপর এত নির্যাতন করছে কেন?

√উত্তরঃ সরকার চাচ্ছে তাদের নেতৃত্ব দানকারী নেতাকর্মীদের কোনঠাসা করে তাদের দুর্বল করে দিতে যাতে তারা নেতৃত্ব হারা হয়ে আশ্রয়হীন হয়ে পরে। কিন্তু মজার বিষয় সরকার তাদের সাংগঠনিক শক্তি সম্পর্ক এখনও পূর্ণ জ্ঞাত নয়।

→প্রশ্ন হতে পারে তাহলে বাংলদেশ এখন কোন পথে এগুচ্ছে?

√উত্তরঃ এখন সরকার যদি মনে করে যে জামায়াত-শিবিরকে দমন নিপিড়নের মাধ্যমে একটি শান্তি পূর্ণ রাষ্ট্র তৈরি করতে তাহলে সেটা সম্পূর্ণরূপে স্বার্থক হবে না। কারণ নিপিড়ন নীতিতে ইতিহাসে আজ পর্যন্ত কোন রাষ্ট্রে শান্তি আসেনি। এখন সরকার যদি দেশে সত্যিই শান্তি চাই তাহলে যুদ্বাপরাধিদের বিচারে সচ্ছতা আনতে হবে তা নাহলে দেশ আরও নৈরাজ্যের দিকে এগুবে।

বিষয়: রাজনীতি

৯৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File