একজন বজলু ঠাডা এবং কুকুর (শেষ অংশ)
লিখেছেন লিখেছেন ফাহিম মুনতাসির ২৯ এপ্রিল, ২০১৪, ০৬:২৩:৩৩ সন্ধ্যা
কারো আত্ম অনুভূতিতে পোষ্টটি আঘাত করলে পোষ্ট কারি দ্বায়ি নয়, তাই নিজ দায়িত্বে পোষ্টটি পড়ুন।
বজলু ডাঠার সাথে কুকুরটার প্রায় কথা হয়, কুকুরের ভাষা সবাই বুঝে না বজলু ডাঠা বেশ ভালো ভাবে কুকুরের ভাষা বুঝে। সেদিন কুকুরটার সাথে তর্কে বজলু ডাঠা এক প্রকার হেরে যায়... আজও আবার কুকুরের সাথে তার তর্ক শুরু হয়...
বজলু ডাঠাঃ→ মানুষের উচ্ছিষ্ট কিংবা ফেলে দেয়া হাড্ডি খেয়ে জীবন বাঁচাস, কাবুতে পেলে ইচ্ছেমত কামড় দিস। এতবড় অকৃতজ্ঞ আর নিমক-হারামী করতে তখন তোদের নীতিজ্ঞান থাকে কোথায়?
কুকুরঃ→ অযথা খোঁটা দিয়ে কষ্ট দিবেন না বজলু সাহেব। আল্লাহর দেয়া রিযিক থেকেই আমরা পানাহার করে থাকি। না ক্ষেপালে কিংবা আইন লংঘন না করলে আমরা অযথা কাউকে কাঁমড়াতে যাইনা। আমরা যদি অকৃতজ্ঞ হই তাহলে বলেন পৃথিবীতে কৃতজ্ঞ কে? মানুষ? তা হলে একটু পর্যালোচনা করে দেখা যাক -
জননী মা অতি কষ্টে তার সন্তানকে গর্ভে ধারণ করেন। মায়ের কলিজায় লাথি দিয়ে সন্তান ভূমিষ্ট হয়ে সবুজ শ্যামল পৃথিবীর মুখ দেখে। দুঃখিনী মা তার সন্তানের মুখ দেখে দুঃখ ভুলে যান। বিনিদ্র রজনী জেগে মা তার সন্তান কে দিনের পর দিন বড় করতে থাকেন। অথচ সেই সন্তান যখন মা-বাবাকে কেমন করে হত্যা করে? পত্র-পত্রিকা মারফত আপনি ঐশীর ঘটনাটা নিশ্চয়ই জানেন? একেই কি বলে কৃতজ্ঞতা?
অতএব কৃতজ্ঞতাবোধ কি তা আপনারা আমাদের কাছ হতে ভাল করে শিখে নিতে পারেন।
বজলু ডাঠাঃ→ কী? তোরা এমন কী কৃতজ্ঞতা জানিস, যা তোদের কাছ থেকে আমাদের শিখতে হবে?
কুকুরঃ→ হ্যাঁ, তুচ্ছ কুকুর মনে করে অবহেলা করবেন না। শেখার জিনিস অধমের কাছ হতেও শেখা যায়, তাতে লজ্জা কিসের? দেখুন কারা বেশি কৃতজ্ঞ মানুষ না আমরা?
সারাটি রাত জেগে আমরা আমাদের মালিকের বাড়ি পাহাড়া দেই। এটাই আমাদের এবাদত। আপনারা কি আপনাদের মহান স্রষ্টা ও মালিকের আদেশ নিষেধ মেনে চলেন? আপনারা কি একবার ভেবে দেখেছেন যে, কোন উদ্দেশ্যে আপনাদের সৃষ্টি করা হয়েছে? পুরাটা মানব জাতি আল্লাহ তায়ালার অসংখ্য নেয়ামতে ডুবে আছে , সবাই কি তাদের প্রভূর শুকরিয়া জ্ঞাপনে ব্যকুল হয়?
এবার বলুন কে কৃতজ্ঞ আপনারা নাকি আমরা?
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন