প্রথম সাক্ষাৎ অতঃপর..
লিখেছেন লিখেছেন ফাহিম মুনতাসির ২৭ মার্চ, ২০১৪, ০৪:১৬:১৩ বিকাল
অনেক ক্ষণ যাবৎ রিক্সার অপেক্ষায় দাড়িয়ে থাকতে থাকতে ধর্য্য
হারা হয়ে নীলাদ্রি রাস্তায় পাশে থাকা বেঞ্চটাতে বসে পরলেন, এদিক দিয়ে আবির যাচ্ছিল হঠাৎ তার চোখ আটকে বেঞ্চে বসে থাকা মেয়েটির দিকে। একটু আগ বাড়িয়ে আবির বললো, -
এই যে আপনি নীল জামা পড়েছেন কেন?
-তাতে আপনার কোন সমস্যা?
-হুম, তাতে আপনাকে পরীর মত সুন্দর দেখাচ্ছে।
-কিন্তু তাতে সমস্যার কী হলো? (!)
-আপনার দিক হতে চোখ সরাতে পারছি না, এখন রাস্তায় চলাচলে যদি আপনার দিকে চেয়ে চলাচল করি তাহলে যে কোন সমস্যার সম্মুখীন হতে পারি মানে এক্সিডেন্ট হতে পারে তখন তার দায়ভার কি আপনি নেবেন?
মুচকি হেসে কিছু একটা বলতে চেয়েছিল মেয়েটি কিন্তু আবির সে সুযোগ না দিয়েই বললেন প্লিজ হাসবেন না।
-আবার হাসিতে কী সমস্যা?
-হাসলে দেখতে আপনাকে চাঁদের মত লাগে। আর চাঁদ দেখতে রাতেই সুন্দর লাগে হয়ত সেই সুন্দর লগ্নটি এই মূহুর্তে তৈরি হতে গেলে সূর্যটাকে পালাতে হবে ফলে এই অসময়ে আরও অনেকের কষ্টের লগ্ন তৈরি হতে পারে।
-আপনি কি কোন কবি সাহিত্যিক? এত সুন্দর করে কথা বলা কোথায় হতে শিখেছেন? আমায় সেথায় ইকটু ভর্তি করে দেবেন?
-সুন্দর কে সুন্দর আর ভাল কে ভাল বলতে হলে কবি সাহিত্যিক হতে হয় না এবং কোথাও কোচিংও করা লাগে না, নিজের ভেতর
হতে বহিঃপ্রকাশের ইচ্ছে করলেই হয়। তবে আপনি চাইলে আমি আপনাকে শেখাতে পারি।
-কি নাম আপনার?
-আবির। আপত্তি না থাকলে আপনার নামটা জানতে পারি?
-নীলাদ্রি, বাবা আদর করে নীলা বলেও ডাকে।
-বাহ অনেক সুন্দর নাম। এই জন্যেই কি আপনার নীলের সাথে এত সখ্যতা?
-না এমনেতেই নীল আমার পছন্দের রং।
-আচ্ছা, কোথায় যাচ্ছেন বুঝি?
-হ্যাঁ, একটু সিএনবি রোড যাব হালকা পাতলা কিছু মার্কেট করার জন্য। রিক্সার জন্য অপেক্ষা করতে গিয়ে দেখুন আপনার সাথে গল্প শুরু করে দিলাম। ঐ তো একটা খালি রিক্সা আসছে এই যে যাবেন? কোথায় আফা? সিএনবি রোড। হ যামু। আচ্ছা তাহলে আসি ভাল থাকবেন আবির সাহেব।
-হুম আপনিও সুস্থ থাকেন সেটাই কামনা করি।
একে অপরকে হাত নাড়িয়ে মিষ্টি হেসে বিদায় দিলো। কিন্তু আবিরের সাথে নীলাদ্রির আর দেখা হইছে কিনা কে জানে। নীলাদ্রি আবিরকে কিংবা আবির নীলাদ্রিকে মনে রেখেছে কিনা কে জানে। অতঃপর আবির শিল্পকলা একাডেমীর মোরে দাড়িয়ে ছিলো তার বন্ধুর অপেক্ষায়, বন্ধুর সাথে সাক্ষাৎ হলে বন্ধুকে নিয়ে সেও চলে যায়।
বিষয়: বিবিধ
১২১৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর লিখেছেন।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন