ভালবাসা দিবসের বিরোধী যারা তাঁরাও কিন্তু একটা পাপ করছে!

লিখেছেন লিখেছেন ফাহিম মুনতাসির ১৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:১৬:৪১ রাত

ভালবাসা দিবসকে কেন্দ্র করে, ভালোবাসা বিরোধী স্ট্যাটাস একের পর এক বর্ষণের ফলে সামাজিক যোগাযোগের মাধ্যমটা আজ অসামাজিক হয়ে গেলো! কি ভাবে?

আগেই বলে নেই এই তথাকথিত ভালবাসা দিবসের পক্ষে আমিও নই।

যারা ভালোবাসা দিবসে অশ্লীল কর্ম করবে নিঃসন্দেহে তারা গুনাহের কাজ করে, শুধু ঐ দিলে নয় এটা যে দিনের করুক না কেন।

জনাব এবার আপনার কথা বলি আপনি যে এটার প্রতিবাদ করতে গিয়ে গুনাহের কাজ করছেন সেটা কি একবার লক্ষ করেছে? কি কথাটা শুনে রেগে গেলেন? দাড়ান বিষয়টা স্পর্শ করছি। ভালোবাসা বিরোধী অনেকেই স্ট্যাটাস দিচ্ছে বেশ ক'দিন যাবৎ দেখে যাচ্ছি, কিছু কিছু ভালবাসা বিরোধী স্ট্যাটাসের ভাষা এতটা অশ্লীল ছিলো যে তা দেখে নিজের চোখ লজ্জায় বন্ধ হয়ে যাবার উপক্রম!

আপনি মন্ধ কাজ হতে মানুষেকে বিরত রাখতে আপনার স্রষ্টাও আদেশ করেছেন। তিনি কি বলেছেন তুমি অশ্লীল বাক্য ব্যবহার করে তাকে বিরত কর? তিনি বলেছেন :- সুন্দর ভাষায় আহ্বান করো। (সূরা নাহল : ১২৫)

আর রাসূল (সাঃ) তো স্পষ্ট ভাষায় বলেই দিয়েছেন "ভাষার ফসলই মানুষকে জাহান্নামে উপুড় করে নিক্ষেপ করবে। (তিরমিজি)

অতঃপর প্রতিবাদের ভাষার ক্ষেত্রে মার্জিত হোন।

বিষয়: বিবিধ

১২৩০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

176798
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাহ সুন্দর বলেছেন মাশা আল্লাহ
১৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩১
129976
ফাহিম মুনতাসির লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File