আসছে নতুন সানি লিওন!!

লিখেছেন লিখেছেন ফাহিম মুনতাসির ২৯ জুলাই, ২০১৩, ১২:০২:৩৪ রাত

একবার এক কৃষকের ছেলে কোন এক অনুষ্ঠানে ডিসিকে লোকজন সম্মান এবং আদর আপ্যায়ন করতে দেখে সে তার বাবাকে প্রশ্ন করল বাবা লোকেরা ঐ লোকটিকে এত খাতির যত্ন করছে কেন?

ছেলেটি বাবা তার প্রশ্নের জবাবে বললো, বাবা এই লোকটি পড়াশোনা করে জ্ঞান অর্জন করে জ্ঞানীগুণী হয়েছে তাই সে আমাদের জেলার ডিসি হয়েছে আর সে জন্যই লোকজন তাকে এত খাতির যত্ন করছে।

তখন ছেলেটি বললো বাবা তাহলে আমিও তার মত ডিসি হব এবং আমি আজ হতেই ভাল করে পড়াশোনা করব। ছোটরা এইভাবেই অনুপ্রাণিত হয় কোন এক অনুপ্রেরণার বাতিঘর দেখে। এবং ঐ কৃষকের ছেলেটা ভবিষ্যতে তাই হয়েছিল।

আজ দুঃখ জনক বিষয় হলেও সত্য যে আমরা আমাদের আদরের ছোট্ট সোনামণিদেরকে অনুপ্রাণিত করছি পর্ণ স্টার হতে!! ঈদের রমরমা বাজারে এখন জমজমাট সানি লিওনের পোশাকে! আপনার সন্তানরা এখন বোঝে মাসাক্কালি, পাগলু আর কারিনা কাপুর পোশাকে ইতিকথা এখন নতুন করে আপনার আদরের ছোট বোন অথবা ভাগ্নি যখন সানি লিওন জামা অথবা সানি লিওন সম্পর্কে জানতে চাইবে,কি উত্তর দিবেন তাকে......??

আপনি বলবেন এই পোশাকের কী এমন এসে যায়? মনে রাখবেন বিন্দু হতেই সিন্ধুর সৃষ্টি। তাই বিন্দুকে অবহেলা করবেন না।

তা না হলে আপনার ঘরেই জন্মনিতে পারে নতুন এক সানি লিওন!!!!!

বিষয়: বিবিধ

২০৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File