আমরা ভুলে যাই এবং ভুলে যাচ্ছি যে অতীতের ঘটনা গুলো!
লিখেছেন লিখেছেন ফাহিম মুনতাসির ১৪ মে, ২০১৩, ০৬:৫৬:৪৩ সন্ধ্যা
এই ছোট্ট দেশে ইস্যুর অভাব নেই! নতুন নতুন ইস্যু এসে আমাদের পুরোনোকে ভুলিয়ে দেয়।
তেমনি আমরা ভুলে গেছি বা যাচ্ছি, শত কোটি টাকার দুর্নীতির পরও হলমার্কের চ্যায়ারম্যানকে জামিন কী করে হলো? এই সাধারণ মানুষের টাকা কাদের পকেটে যাচ্ছে?
ভুলে যাচ্ছি, পদ্ধাসেতু দুর্নীতি মামলায় সচিবের জামিন কিভাবে হলো? প্রকৃত অপরাধীরা কোথায়??
ভুলে যাচ্ছি, রেলমন্ত্রীর অর্থ দুর্নীতি মামলার কি হলো ? দোষিদের সাজা কেন হচ্ছে না ?
ভুলে যাচ্ছি, সাংবাদিক দম্পত্তি খুন? প্রকৃত খুনিরা কোথায়??
ভুলে যাচ্ছি, ছাত্রলীগরে নিজেদের গোলাগুলিতে শিশু খুন? খুনিদের সাজা হলোনা কেন? বিশ্বজিৎ হত্যার খুনীদের কি হলো??
ভুলে যাচ্ছি, কুখ্যাত বিকাশের জামিন পেলো কিভাবে? কেন দেয়া হলো??
ভুলে যাচ্ছি, রংপুরে আন্দোলন রত শিক্ষকদের উপর ছাত্রলীগের এসিড ছুড়ে মারা? এবং এসিড ছুড়ে মারা মামলা রাজনৈতিক বিবেচনায় বাতিলের সুপারিশ কেন? হয়েছে কি সাজা সন্ত্রাসীদের??
ভুলে যাচ্ছি, গফরগায়ের এমপি পিস্তল উচিয়ে পাবলিককে প্রকাশ্যে গুলি? তারপর তার সাজা কি হয়েছে??
ভুলে যাচ্ছি, রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের উপর হামলা কিন্তুু হামলাকালিদের ছবি পত্রিকায় প্রকাশিত হবার পরও আসামী কতজনকে গ্রেফতার করা হয়েছে?
ভুলে যাচ্ছি, সিলেটের এমসি কলেজ, কবি নজরুল ইসলাম কলেজে অগ্নী সংযোগকারী কেহ কি গ্রেফকার হয়েছে?
ভুলে যাচ্ছি, সারা বাংলাদেশে শ্রেষ্ঠ মেয়র হিসেবে স্বর্ণ পদক প্রাপ্ত পৌর মেয়র লোকমান হত্যার অন্যতম আসামি মন্ত্রী রাজুর ভাই কে কেন আইনে আওতায় আনা হচ্ছে না?
ভুলে যাচ্ছি, গার্মেন্টস শ্রমিকদের পুড়িয়ে মারার পরও কেন ঐ সকল মালিক শাস্তি হচ্ছে না?
আমরা এখন শাহবাগ চত্বর, শাপলা চত্বর পাড় হয়ে এখন রেশমা আর মহাসেন নিয়ে নিয়ে বড্ড ব্যস্ত!!
আরো ভুলে যাওয়া শত ইস্যু আছে বলে লাভ কিছু কী হবে? হবে না। এই দেশ হতে স্বার্থন্বেষী রাজনীতিকে যে দিন ঝাঁটিয়ে বিদায় করা যাবে সেদিনই দেশের উন্নয়ন আশা করা যায়।
কিন্তু কখন হবে তোমার, আমার, তোর মত একই প্রশ্ন আমারও!!!
বিষয়: বিবিধ
১৮৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন