প্রধানমন্ত্রী বলেছেন রানা প্লাজায় নিহতদের খুজেঁ বের করে শাস্তির মুখোমুখি করা হবে!
লিখেছেন লিখেছেন ফাহিম মুনতাসির ০১ মে, ২০১৩, ০৫:০৭:২০ বিকাল

হেডলাইন দেখে টাশকি খাবেন না। ব্যপারটা বলছি আপনারা জানেন যে, রানা প্লাজায় নিহতদের লাশ স্বজনরা না পেয়ে একটা বড়সর বিক্ষোভ করে। এই শ্রমিক বিক্ষোভের প্রধান কারণ হচ্ছে নিহত শ্রমিকদের লাশ তাদের আপনজনের কাছে ফিরিয়ে দেয়া পাশাপাশি শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা।
কিন্তু আজ মে দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী উসমানী স্মৃতি মিলনায়তনে বলেছেন, ...ভাঙচুরে ইন্ধনদাতাদের খুজে বের করে শাস্তির মুখোমুখি করা হবে!
এখন প্রশ্ন হচ্ছে শ্রমিকদের কারা ইন্ধন দিয়েছে বিক্ষোভ করার জন্য?
শ্রমিকরা বিক্ষোভ করত না যদি তাদের জীবনের নিরাপত্তা থাকতো।
শ্রমিকরা বিক্ষোভ করত না যদি তারা তাদের নিহত স্বজনদের লাশটুকু ফেরত পেতো। এখন আমি বলবো শ্রমিকের বিক্ষোভ প্রধান ইন্ধনদাতা তো হচ্ছে সহকর্মীদের ফিরে না পাওয়া লাশ। আর তাদের অনিশ্চিত জীবন!
তাহলে কি প্রধানমন্ত্রী ঐ লাশ গুলোকে উদ্ধার করে আবার শাস্তি দেবেন? যারা জীবনের নিশ্চিতা চাই তাদেরকেও কি শাস্তি দেবেন?
বিষয়: রাজনীতি
১৫৪০ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন