রানা প্লাজায় নিহত পরিবারের জন্য সরকার যা দিচ্ছে

লিখেছেন লিখেছেন ফাহিম মুনতাসির ৩০ এপ্রিল, ২০১৩, ১১:০৮:২৪ সকাল

সাভারের এই হতদরিদ্রদের ভাগ্যে কি জুটবে? তাদের ভাগ্যে থাকছে.....

প্রথমত তাদের ব্যপারটি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন হবে...।

দ্বিতীয়ত সময় মতো তদন্ত রিপোর্ট প্রকাশ করা সম্ভব হবে না ।

তৃতীয়ত তাই আরো সময় নিবেন..। তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা হবে কিনা সেটাতেও সংশয় আছে।

চতুর্থত যখন তদন্ত রিপোর্ট প্রকাশিত হবে, তখন হয়তো এদের কথা মনেই থাকবে না, কারণ এরা আমজনতা। যেমন হয়েছে তাজরীন গার্মেন্টস।

ফলাফল কি হবে : দায়ী ব্যাক্তিরা রয়ে যাবে ধরা ছোঁয়ার বাহিরে, আবার ধ্বসে পড়বে বিল্ডিং, আবার মরবে আমজনতা, খেটে খাওয়া মানুষ...।

প্রতিটি লাশের বিনিময়ে দু'এক লক্ষ টাকার একটি চেক হাতে ধরিয়ে কাঁদু কাঁদুক কন্ঠে একটা শান্তনার বাণী ব্যাস মিটে গেল! কি সস্তা তাদের প্রাণ!! হাইরে ঘৃণ্য রাজনীতি তুই আর কত মানুষে জীবন নিয়ে খেলবি?

বিষয়: রাজনীতি

১৪৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File