খোঁজে নিও

লিখেছেন লিখেছেন ফাহিম মুনতাসির ১২ এপ্রিল, ২০১৩, ১১:২৪:১১ সকাল



আমাকে বন্ধু যদি তুমি কোথাও খোঁজে না পাও

তবে খোঁজ তোমার চোখের পাতায়

হয়ত স্বপ্ন হয়ে আসব কোন একদিন।

আমার স্মৃতি চিহ্ন যদি কোথাও খোঁজে না পাও তাহলে

খোঁজে নিও কলেজ ক্যাম্পাসের দুর্বাঘাসের শিশির ডগায়

হয়তবা ফিরে আসবো কোন এক শীতের সকালে।

শীতের সন্ধ্যায় চায়ের কাপে মুখ রেখে মুখোমুখি বসে

এক কল্প রাজ্যের কথা হতো তোর সাথে

যদি আর কোথাও খোঁজে না পাও আমাকে খোঁজে নিও চায়ের কাপের ঊষ্ণতায়।

বিষয়: সাহিত্য

১১৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File