লন্ডন বাস ও একটি এপোয়েন্টমেন্ট
লিখেছেন লিখেছেন তাইছির মাহমুদ ১০ জানুয়ারি, ২০১৬, ০৭:১৮:৪৪ সকাল
লন্ডন বাস ও এপোয়েন্টমেন্ট
***************************
অফিসের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছি। গাড়িখানি আজ গৃহকত্রীর দখলে তাই ডি-থ্রি বাসই ভরসা। বেথনাল গ্রীন-টু- নিউরোড। উদ্দেশ্য প্রথমে ইস্ট লন্ডন মসজিদে জোহরের নামাজ, অতঃপর অফিস। ওসমানী সেন্টারের কাছাকাছি পৌঁছে হোয়াইটচ্যাপেল জংশনের ট্রাফিট দেখে আমার চক্ষু তো চড়কগাছ। মাত্র দুই মিনিটের রাস্তা, কিন্তু বাসে বসে থাকলে নিদেনপক্ষে আধঘন্টাতো লাগবেই। ভাবছি, জোহরের জামাত তাহলে মিস।
পেছন থেকে উঠে গিয়ে ড্রাইভারের কাছাকাছি দাঁড়ালাম। বিনয়ের সাথে বললাম, "দুপুর ১টায় আমার একটা এপয়েন্টমেন্ট আছে। মিস করলে অসুবিধা হবে। আমাকে কি এখানে নামার সুযোগ দেয়া যাবে।"
জানতাম, ড্রাইভার জবাবে না-ই বলবেন। কিন্তু সরাসরি না বলে চোখ তুলে খানিক তাকালেন। বললেন, বাসস্টপ ছাড়া এভাবে নামতে দেয়া বেআইনী। যুক্তি আউড়িয়ে বললাম, এখানে কেউ দেখছেনা । আর যে ট্রাফিক- আধ ঘন্টার আগে যাওয়া যাবে না। তিনি বললেন, আমি দরজা খুলে দিতে পারবো না। কারণ বাসে সিসিটিভি আছে। সেন্ট্রাল অফিস থেকে মনিটর করা হচ্ছে। তবে বাস একটু সামনে এগুলে যখন ট্রাফিকে থামবে তখন ইমার্জেন্সি বাটন প্রেস করে নিজ দায়িত্বে বেরিয়ে যেতে পারেন।
আমি তা-ই করলাম। ড্রাইভারের পরামর্শ মতো খানিকটা সামনে গিয়ে বাসটি দাঁড়াতেই সবুজ রঙের ইমার্জেন্সি বাটন প্রেস করে দরজা খুলে নিরাপদে বেরিয়ে গেলাম।
সে যাক, বাস ড্রাইভারকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে হাঁটছি আর ভাবছি আমি কি ড্রাইভারকে অসত্য বললাম? ডাক্তার, হসপিটাল বা অন্য কোথায় তো এই মুহূর্তে কোনো এপোয়েন্টমেন্ট নেই। কিন্তু আমি যে তাকে এপোয়েন্টমেন্ট মিস হওয়ার অজুহাত দেখিয়ে বের হয়ে এলাম সেটা কি ঠিক হলো। এ নিয়ে ভাবছি, হঠাৎ একটা জবাব মাথায় এলো।
আমি তো আসলেও এক বিশাল সত্ত্বার সাথে এপোয়েন্টমেন্টেই যাচ্ছি। নামাজের সময়টুকু বান্দা ও আল্লাহর মধ্যে একান্ত এপোয়েন্টমেন্টের সময়। আল্লাহ তায়ালা তখন বান্দার কথা মনযোগ সহকারে শুনেন। কোনো সমস্যার সমাধান চাইলে সমাধান করে দেন। তাহলে আমিতো যথার্থই বলেছি, আমার একটা এপোয়েন্টমেন্ট আছে।
বিষয়: বিবিধ
১২৯৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি অনেক সময় অনেক ভুল কাজ করে ফেলার পর আমার বিবেক আমাকে খুব যন্ত্রনা দেয় মনে অনুশোচনা আসে কিন্তু আমার মনই আবার বিভিন্ন রকম অজুহাত বিভিন্ন রকম যুক্তি দেয় না আমি ঠিক ই করেছি ।তখন মনে কিছুটা হলে ভাল লাগে ।
যদি ও কাজটা ভুলই ছিল ।
ভাইয়া আমি কিন্তু এটা আমার কথা বল্লাম ।
অনেক ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন