গোলাম আজম বেঁচে আছেন

লিখেছেন লিখেছেন তাইছির মাহমুদ ২৪ অক্টোবর, ২০১৪, ১২:১৭:২৬ রাত

গোলাম আজম ইন্তেকাল করেছেন-এ সংবাদ সত্য নয়। ডাক্তার এখনও তাঁকে মৃত ঘোষণা করেনি। তিনি লাইফ সাপোর্টে জীবন-মৃতু্যর সন্ধিক্ষণে আছেন। ঢাকার শীর্ষস্থানীয় কোনো দৈনিকই এখনও গোলাম আজম ইন্তেকাল করেছেন-এমন সংবাদ প্রকাশ করেনি। দৈনিক প্রথম আলো, দৈনিক নয়া দিগন্ত, মানবজমিন, বিডিনিউজ২৪ডটকম এইমাত্র সার্চ করে দেখলাম। সবগুলো মিডিয়াই লিখেছে তিনি লাইফ সাপোর্টে আছেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতো বটেই, কিছু অনলাইন নিউজ পোর্টাল তাঁর মৃতু্যর আগেই তাঁকে মেরে ফেলেছে। এটা দু:খজনক। এখানে এতে তাড়াহুড়োর কী আছে? আমার বোধগম্য নহে। (লন্ডন, ২৩ অক্টোবর, বৃহস্পতিবার, রাত: ৮:১০ মিনিট)

বিষয়: বিবিধ

১১৭০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277669
২৪ অক্টোবর ২০১৪ রাত ১২:২৭
বড়মামা লিখেছেন : ইয়া আল্লাহ এই মজলুম নেতা গোলামের পতি তুমি রহম করো ।তাকে সুস্থ করে দাও আামিন।
277670
২৪ অক্টোবর ২০১৪ রাত ১২:২৮
জাগ্রত চৌরঙ্গী লিখেছেন : আপনার এটা সরিয়ে ফেলুন : আমি এইমাত্র ফোন করে উনার পারিবারিক সুত্রে কনফার্ম হলাম উনার লাইফ-সাপোর্ট খুলে নেওয়া হয়েছে।
অধ্যাপক গোলাম আযম সাহেব ইন্তিকাল করেছেন।
ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
277672
২৪ অক্টোবর ২০১৪ রাত ১২:৪৪
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : প্রথম আলোর রাত ১২.২৪ মিনিটের নিউজ "মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছর কারাদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম মারা গেছেন। আজ বৃহস্পতিবার রাতে ১০টা ১০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রাতে বিএসএমএমইউর পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া প্রথম আলোকে এ কথা জানান।"
২৪ অক্টোবর ২০১৪ রাত ০১:২৮
221579
মহি১১মাসুম লিখেছেন : ভীনদেশীদের পতাকায় অমর্যাদা করছেন,তা ঠিক না। নিজ দেশের শক্তি সামর্থ্য বাড়ান। ঐদেশটি এমনিতেই পিছনে পড়ে যাবে।
আপনার পদাংক অনুসরন করে ঐদেশীয়রা আমাদের পতাকায় অনুরূপ করলে,অনেক বেশী কষ্ট পাবো।
দয়া করে অনুরোধটি রাখতে চেষ্টা করবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File