দেখতে দেখতে রামাদ্বানের শেষ দশকে....
লিখেছেন লিখেছেন তাইছির মাহমুদ ১৮ জুলাই, ২০১৪, ১০:০১:৩৫ সকাল
দেখতে দেখতে রামাদ্বানের ২০টি দিন চলে গেলো। আমরা শেষ দশকে এসে উপনীত হলাম। আজ শুক্রবার দিবাগত রাত হবে রমজানের শেষ দশকের প্রথম বিজোড় রাত্রি। হতে পারে আজকের রাতটিই লাইলাতুল ক্বদর বা ভাগ্য রজনী। পবিত্র কুরআনে যে রাতে ইবাদত করা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম বলে উল্লেখ করা হয়েছে।
শবে কদরের রাতে একাগ্রচিত্তে ইবাদতে মশুগুল থাকতে অনেকেই আজ বিভিন্ন মসজিদে ইতেকাফে প্রবেশ করবেন। ১০টি রাতের জন্য ইবাদতে নিবেদিত করবেন নিজেদেরকে। তারাবিহ নামাজের পর তাহাজ্জুদে অংশ নেবেন। দিনের পর রাত, আবার রাতের পর দিন কাটবে শুধু ইবাদতের মধ্যদিয়ে।
জানিনা আগামী বছরের রামাদ্বান আমরা পাবো কি-না? হতে পারে এটাই আমার জীবনের শেষ রামাদ্বান। আর শেষ রামাদ্বান ধরে নিয়েই শেষ দশকের প্রতিটি রাতে মশগুল থাকতে হবে আল্লাহ তায়ালার একান্ত ইবাদতে। বিগত জীবনের পর্বতসহ গুনাহ মাফ করিয়ে নিয়ে পবিত্র ঈদের দিন ফের জন্ম নেবো নিষ্পাপ শিশুর মতো। রামাদ্বানের শেষ দশক শুরুর প্রাক্কালে এটাই হোক আমাদের মুল লক্ষ্য। আল্লাহ তায়ালা আমাদেরকে এই ক'টাদিন রাত জেগে তাঁর ইবাদতে মশগুলা থাকার তাওফিক করুন। আমিন।
বিষয়: বিবিধ
১০৬৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই শেষের দশ দিন নাজাতের দশ দিন , জাহান্নামের আগুনের হাত থেকে ।
আর এই দশদিনই আমরা ঈদের কেনাকাটায় বেশী নিমগ্ন থাকি । মার্কেট থেকে মার্কেট চষে বেড়াই ।
আল্লাহ আমাদের সঠিক পথ প্রদর্শন করুন- আমিন ।
মন্তব্য করতে লগইন করুন