শুক্রবার আমার মায়ের ২২তম মৃতু্যবার্ষিকী ঃ সকলের কাছে দোয়া চাই
লিখেছেন লিখেছেন তাইছির মাহমুদ ০৮ নভেম্বর, ২০১৩, ০৪:৫৮:২১ রাত
৮ নভেম্বর শুক্রবার আমার মমতাময়ী মা'র মৃতু্যবার্ষিকী। ভাবতে অবাক লাগে- মৃতু্যর পর ইতোমধ্যে কেটে গেছে বাইশটি বছর । ৯১ সালের এই তারিখ ও দিনে তিনি পরপারের উদ্দেশ্যে পাড়ি জমান। এটি একটি বিশেষ দিন আমার জন্য। দিনটি প্রতি বছরই আসে। বছরজুড়েই মায়ের মৃতু্যস্মৃতি আমাকে পীড়া দেয়। তবে এই দিনটি এলে খুব বেশী কষ্ট হয়। মাকে মনে পড়ে ভীষণভাবে। মৃতু্যকালীন স্মৃতিগুলো চোখের সামনে ভেসে আসে।
মৃতু্য দিবসের প্রাক্কালে সকলের কাছে বিনয়ের সাথে মায়ের জন্য দোয়া চাই। যাদের মা কিংবা বাবা নেই তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেনো আমাদের সকলের মা-বাবাকে জান্নাতে সমাসীন করেন। জান্নাতের বাসিন্দা হয়ে গেলে তাদের মর্যাদা যেনো আরো বাড়িয়ে দেন। আমিন।
বিষয়: বিবিধ
১৬১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন