টাওয়ার হ্যামলেটস মেয়র নির্বাচন ২০১৪: জন বিগস লেবারের প্রার্থী নির্বাচিত
লিখেছেন লিখেছেন তাইছির মাহমুদ ০৭ এপ্রিল, ২০১৩, ০৪:৪১:৫৮ রাত
টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচন ২০১৪-এর লেবার দলের প্রার্থী নির্বাচিত হয়েছেন এসেম্বলী মেম্বার জন বিগস। শনিবার মাইল এন্ড রোডের একটি হলে ভোট গ্রহন শেষে রাত ১০টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে প্রার্থীদের প্রাপ্ত ভোট হচ্ছে, জন বিগস ৩২৮, রেচেল সন্ডার্স ৩১৯, হেলাল আব্বাস ২০৭ ও সিরাজুল ইসলাম ২৬।
আগামী মেয়র নির্বাচনে লড়াই হবে বর্তমান নির্বাহী মেয়র লুতফুর রহমান বনান জন বিগস। এখন দেখার পালা কে হচ্ছেন পরবর্তী টার্মে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র।
বিষয়: রাজনীতি
১২৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন