তাহলে কি এই গণহত্যা বন্ধ হবেনা?

লিখেছেন লিখেছেন মুহাম্মদ কামাল হোসাইন খান সুমন ০৪ মার্চ, ২০১৩, ০৫:৩৮:৫৪ সকাল

শুরুতেই নজরুল গবেষক কবি আব্দুল হাই শিকদার লেখা কলাম কয়টি লাইন লিখতে হলো "যত দূর চোখ যায় কেবল লাশ আর লাশ:আ ব দু ল হা ই শি ক দা র"

এক.

"টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া ৫৬ হাজার বর্গমাইলের এই দেশটির যেখানে যে দিকে যত দূর চোখ যায় এখন কেবল লাশ লাশ আর লাশ। রক্ত রক্ত আর রক্ত। বাংলাদেশ এখন আর কোনো মানবিক ভূখণ্ড নয়। বাংলাদেশ এখন এক বধ্যভূমি। বাংলাদেশ এখন শেখ হাসিনা সরকারের কসাইখানা। বাংলাদেশ এখন লাশের পাহাড়। বাংলাদেশ মানে এখন রক্তের বীভত্স দরিয়া। আর স্বজন হারানো মানুষের বক্ষফাটা আহাজারি, আর্তনাদ আর হাহাকারকে পদপিষ্ট করে, সেই লাশ আর থৈ থৈ রক্তের বিভীষিকার ওপর চলছে শকুনি গৃধিনীর পৈশাচিক উল্লাস।

চেঙ্গিস খানের চাইতে বর্বরতা নিয়ে, হিটলারের চাইতে নৃশংসতা নিয়ে, ড্রাকুলার চাইতেও ক্রুরতা নিয়ে এই রক্তপিপাসু সরকার বাংলাদেশের ওপর চাপিয়ে দিয়েছে ইতিহাসের ভয়াবহতম গণহত্যা।"

যখন দেশের একজন স্বনামধন্য বুদ্ধিজীবী, কবি ও গবেষক তার কলমে এই রকম কলাম লিখেন ঠিক তখনি আমাদের জাতীয় সংসদে সরকারদলীয় একজন এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেনঃ আমরা এখনো পাল্টা আক্রমনে যাই নাই, যদি যাই তাহলে তারা পালাবার সময় পাবেনা ইত্যাদি।

কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যেখানে সারা দুনিয়া ব্যাপী সমালোচনা হচ্ছে শতাব্দীর এই নৃশংস গণহত্যার সেখানে যদি সরকারের কোন দায়িত্বশীল ব্যাক্তি যদি এরকম উস্কানিমূলক বক্তব্য প্রদান করে তাহলে আমার মনে হয় এদেশ থেকে এই গণহত্যা বন্ধতো হবেইনা বরং তাহা আরো প্রকট আকার ধারন করবে। তাই আসুন আমরা সোচ্চার হই, এই ঘৃণিত গণহত্যার বিরুদ্ধে। জনমত গড়ে তুলি সারাদেশে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে। নইলে এই গণহত্যার তালিকায় পড়তে পারেন আপনি অথবা আপনার পরিবারের কেউ।

বিষয়: বিবিধ

১২৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File