বেগম জিয়ার দেয়া আস্তিক আর নাস্তিকের Postmodernist সংজ্ঞা!!!

লিখেছেন লিখেছেন জাদুর কাঠি ১৭ মার্চ, ২০১৩, ০৭:২৩:২০ সন্ধ্যা

১. নাস্তিকঃ যাহারা যুদ্ধাপরাধীদের বিচারের এক দফা দাবীতে শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনে যায় বা সংহতি প্রকাশ করে বা নৈতিক সমর্থন দেয় বা দেয়ার চেষ্টা করে এবং সারা দেশে সকল গণজাগরণ মঞ্চে অনুরুপভাবে অংশগ্রহণ করে তাহাদিগকে নাস্তিক বলে। যতই তাহারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করুক, প্রার্থনা করুক বা খুন-ধর্ষন-গনহত্যার প্রতিবাদ করুক না কেন জামাত-শিবিরের কোন হুজুর কর্তৃক পুনরায় সনদ প্রাপ্ত না হওয়া পর্যুন্ত তারহারা নাস্তিক হিসেবে বিবেচিত হইবে!!!

২. আস্তিকঃ যাহারা যুদ্ধাপরাধীদের বিচারের এক দফা দাবীতে শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনে যায় না বা সংহতি প্রকাশ করে না বা নৈতিকভাবেও সমর্থন দেয় না বা দেয়ার চেষ্টা করে না এবং সারা দেশে সকল গণজাগরণ মঞ্চে অনুরুপভাবে অংশগ্রহণ করে না তাহাদেরকে আস্তিক বলে। যতই তাহারা সৃষ্টিকর্তার নামে অশান্তি সৃষ্টি করুক না কেন বা পবিত্র গ্রন্থের অপব্যাখ্যা দিয়ে খুন-ধর্ষন-গনহত্যা জায়েজ করুক না কেন তাহারা সাচ্চা আস্তিক হিসেবে সন্দেহাতীতভাবে পরিগনিত হইবে। তবে এক্ষেত্রে জামাত-শিবিরের কোন হুজুর কর্তৃক আস্তিকতার সনদ প্রাপ্ত হওয়া বাধ্যতামূলক হিসেবে বিবেচিত হইবে না!!!

বিষয়: বিবিধ

১০৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File