ভুলতে পারিনি আজো.........
লিখেছেন লিখেছেন জাদুর কাঠি ০৮ মার্চ, ২০১৩, ০২:৩৫:১১ রাত
মাঝে মাঝে খুব ইচ্ছা করে
তোমার চোখের কুনের
মিথ্যা অশ্রু ফোঁটা গুলো
আর একবার কাছে থাকে দেখতে ।
ইচ্ছা জাগে আবার তোমায় ঐ
মিথ্যা অশ্রু গুলো কে সত্যিই ভেবে
নিজেকে উজাড় করে দিতে ।
ইচ্ছা জাগে আবার তোমার
থেকে শুনতে তোমার প্রিয়
মিথ্যা, ভালোবাসি তোমায় ,
কি অদ্ভুত জানো আমি একটি বার
তোমার মত করে এই মিথ্যাটা
বলতে পারিনি ।
আমি একটি বারও ভাবতে পারিনি
কেন এই মিথ্যা প্রতিশ্রতি ?
আমি আজও একা একা
খোঁজে ফিরি এই প্রতারিত
নামক ভালোবাসার অনুভূতি কে ।
এখনও খোঁজে ফিরি ।
আমি জানি , আমি এই প্রশ্নের
উত্তর পাবো না । তবুও
নিজেকে বুঝাতে পারি
কোন একদিন কাউ কে মন
থেকে ভালবেসে ছিলাম ।
অজানা কোন এক পথে
কারো হাত ধরে হাঁটতে
চেয়েছিলাম ।
কিছু স্বপ্ন দেখেছিলাম যা ভেঙ্গে গেছে
রয়ে গেছে তার কিছু কষ্ট নামের চিহ্ন ।
তোমার মিথ্যা কান্না কারো হৃদয় কে স্পর্শ করেনি , কিন্তু আমার হৃদয়ের দেয়াল গুলো কে আজও ভিজিয়ে দিয়ে যায় তোমার মিথ্যা কান্নার জল ।
বিষয়: বিবিধ
১১৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন