`ইসলামের নামে দেশে নৈরাজ্য চালাচ্ছে জামায়াত-শিবির`
লিখেছেন লিখেছেন জাদুর কাঠি ০৬ মার্চ, ২০১৩, ০১:৩২:৪১ রাত
ইসলামের নামে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি ও চট্টগ্রামে ১০ আলেম হত্যার পরিকল্পনাকারী জামায়াত-শিবিরকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন ইসলামিক ফ্রন্টের নেতারা। একই সঙ্গে তারা সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানিয়েছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নগরীর ওয়াসা মোড়ে ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দেশবাসীর প্রতি এ আহ্বান জানানো হয়।
সোমবার জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও জমিয়াতুল ফালাহ জামে মসজিদের খতিব আল্লামা জালাল উদ্দিন আল কাদেরী, মুফতি ওবায়াদুল হক নঈমী, ইসলামিক ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদিন জুবাইরসহ চট্টগ্রামের বিশিষ্ট ১০ আলেমকে হত্যার পরিকল্পনার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরী শাখাও সমাবেশে সংহতি প্রকাশ করেছে।
সমাবেশে প্রধান অতিথি ইসলামিক ফ্রন্টের যুগ্ম-মহাসচিব কাজী আনোয়ারুল ইসলাম খান বলেন,‘ইসলামের নাম ব্যবহার করে যারা বিভিন্ন অপকর্ম করেছে তাদের চরিত্র জনসম্মূখে উন্মোচন করে ইসলামের সঠিক ব্যাখ্যা দেওয়ায় আলেমদেরকে হত্যার পরিকল্পনা করেছে জামায়াত-শিবির। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, সন্ত্রাসের নয়।’
তিনি বলেন,‘আলেম-ওলামারা ইসলামের সঠিক বক্তব্য জাতির কাছে উপস্থাপন করেছেন। কিন্তু তা জামায়াত-শিবিরের সহ্য হয়না। তাই তারা আলেম ওলামাদের হত্যার পরিকল্পনা করেছে।’
আনোয়ারুল ইসলাম বলেন,‘ইসলাম এবং জামায়াতে ইসলাম এক নয়। ৩৬০ আউলিয়ার দেশ বাংলাদেশে শান্তির মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করা হয়েছে। কোন ব্যক্তিকে হত্যার মাধ্যমে ইসলামকে স্তব্ধ করা যাবে না। ইসলাম আর সন্ত্রাস এক হতে পারেনা।’
মহাজোটের অন্যতম শরীকদল ইসলামিক ফ্রন্টের এই নেতা বলেন,‘আলেম-ওলামাদের বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র সাধারণ জনগণ মেনে নেবে না। সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবে।’
সরকারের কাছে জামায়াত-শিবিরের ‘হিটলিস্ট’ ভুক্ত ১০ আলেমসহ দেশের সব আলেম-ওলামাদের সার্বিক নিরাপত্তা জোরদারের দাবি জানান তিনি।
চট্টগ্রাম মহানগরীর সভাপতি নিজামউদ্দিন নোমানীর পরিচালনায় সমাবেশে কেন্দ্রীয় নেতা মুজিবুল হক শুকুর এবং চট্টগ্রাম জেলার দপ্তর সম্পাদক মঈনুদ্দিন হালিম এবং আবদুর সবুর বক্তব্য দেন।
জামায়াতে ইসলাম ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে অভিযোগ করে বক্তারা বলেন, ‘ইসলাম মানবতার ধর্ম। মানবতা এবং শান্তি মাধ্যমেই তাদের (জামায়াতে ইসলামী) ষড়যন্ত্র প্রতিহত করা হবে।’
এসময় তারা সরকারের কাছে সব যুদ্ধাপরাধীদের বিচারের রায় ও তা দ্রুত কার্যকর করার দাবি জানান।
সমাবেশ শেষে ওয়াসা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দামপাড়া হয়ে জিইসি মোড়ে গিয়ে শেষ হয়
বিষয়: বিবিধ
১১০১ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন