Bangla Newspaper এর খবর অথবা যেকোন web page পিডিএফ আকারে কম্পিউটারে সংরক্ষন করার পদ্ধতি
লিখেছেন লিখেছেন ঘুড্ডি ২৩ মার্চ, ২০১৩, ০৫:১৭:০৪ সকাল
বিভিন্ন সময় আমাদের Bangla Newspaper এর খবর অথবা web page এর কপি কম্পিউটারে সংরক্ষনের প্রয়োজন পড়ে। আপনি চাইলে খুব সহজেই এগুলো পিডিএফ আকারে আপনার কম্পিউটারে সংরক্ষন করতে পারেন। এর জন্য নিচের ধাপ গুলো অনুরসন করুন-
১) এখান থেকে PDF24 PDF Creator সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন।
২) ইন্সটল শেষ হয়ে গেলে সফটওয়্যারটি রান করুন তারপর যে পেজটি পিডিএফ আকারে সংরক্ষন করতে চান সেটি আপনার পছন্দের ব্রাউজার দিয়ে খুলুন।
৩) পেজটি লোড হয়ে গেলে ব্রাউজারের File অথবা Tools অপশন থেকে Print অপশনে ক্লিক করুন।
৪) Print অপশন থেকে প্রিন্টার হিসেবে PDF24 নির্বাচন করুন এবং Print এ ক্লিক করুন।
৫) দেখুন আপনার কাঙ্ক্ষিত পেজটি PDF24 PDF Creator সফটওয়্যারে লোড হয়েছে, এবার এখান থেকে Save অপশনে ক্লিক করে পেজটি পিডিএফ আকারে সংরক্ষন করুন।
কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন।
এছাড়া জনপ্রিয় Bangla Newspaper গুলোর লিস্ট দেখতে যেতে পারেন এখানে- All Bangladeshi Newspaper
সবাইকে ধন্যবাদ।
বিষয়: বিবিধ
১১৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন