কাম না থাকলে শাহবাগ যা!

লিখেছেন লিখেছেন শিক্ষানবিস ০৯ মার্চ, ২০১৩, ১২:১১:৩৯ দুপুর

শাহবাগ সমাবেশ আমাদের জাতীয় জীবনে অনেক হাস্যরস, কৌতুক, অনেক উপমার জন্ম দিয়েছে।

গত বুধবার মীরপুর-১০ কাফেশান হোটেলে সকালে নাস্তা করছিলাম। নাস্তা পরিবেশক কর্মীরা পরস্পর গল্প করছিল গ্রাহক কম থাকার অবসরে।

একজন বলল, আর ভাল্লাগে না। এর চেয়ে শাহবাগ যাওয়া ভাল। মিন্টু ভাই পরপর দু দিন শাহবাগ গেছিল ১৬ শ টাকা পেয়েছে।

উত্তরে একজন বলল, আমিও যাইতাম যদি প্রতিদিন এই সুযোগ থাকত। হালার চাকরি আর করতাম না।

আবার দুপুরে উত্তরার একটি হোটেলে ভাত খেতে বসলাম। ম্যানেজার এক কর্মীকে ধমক দিয়ে বলল, এই কাম করবি ঠিক মত, নয়তো শাহবাগ যাবি।

সে দিন দেখি পাশের বাসার এক মা তার সন্তানকে বকা দিচ্ছে আর বলছে, যা যা যা, কাম না থাকলে শাহবাগ যা!

এমনিভাবে জাগরণ সৃষ্টির পরিবর্তে সারাদেশে আজ শাহবাগ সৃষ্টি করেছে হাস্যরস, ভন্ডামীর অনাবিল উপমা। প্রচলিত হতে চলছে অনেক বাগধারা।

ওখানে নাস্তিক্যবাদের দীক্ষা হয়। অশ্লীলতার চর্চা হয়। গাজা-মদ হিরোইন পরিবেশিত হয়। গান তবলা হারমোনিয়াম শোনা যায়। ব্যবহৃত নোংড়া কনডম ছড়ানো ছিটানো দেখা যায়। সভ্যতার শত্রুরা মানুষ খুন করার আহবান জানিয়ে কুতসিত শ্লোগান দেয়। বড় বড় বড় লোকেরা বিরিয়ানী, নান- গ্রীল খাওয়ায়। পুলিশ পাহাড়ায় সরকারের মদদে আন্দোলনকারী হওয়ার গৌরব অর্জন করা যায়। শিবির আসছে গুজব শুনে দৌড়ে পাপর বাজার গরম তেলে পতিত হয়ে নিজেদের বীরত্ব জাহির করা যায়। নিস্পাপ শিশু-কিশোরদের হিংসাত্বক বুলি শিখিয়ে ওদের পাপী বানানোর চেষ্টা করা হয়। পত্রিকা, ব্লগ বন্ধ করার দাবী করে ফ্যাসিবাদী হিসাবে নিজেদের কৃতিত্বের প্রমাণ রাখা যায়।

আর কি কি সুবিধা আছে, আপনারা বলুন।

বিষয়: বিবিধ

১৫৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File