বরিশাল এখন শুধু মিছিলের নগরী

লিখেছেন লিখেছেন শিক্ষানবিস ০৮ মার্চ, ২০১৩, ০২:৩৪:৫২ দুপুর

জুমার নামাজ শেষে বাসায় ফিরে আসব। কিন্তু পারলাম না। কাউনিয়া থানা সংলগ্ন অদুদিয়া মসজিদে নামাজ শেষে শুরু হল মিছিল। সামনে যেয়ে আবারো একটি। পিছনে মাহমূদিয়া মাদরাসা থেকে আগত মিছিল আটকে দিল পুলিশ মুরগীর ফার্মের সামনে। তারা সেখানে সমাবেশ করল। ইতিমধ্যে পলাশপুর থেকে একটি মিছিল আসলে বেরিকেড দানকারী পুলিশ মাঝে পড়ে যায়। দু একটি মসজিদ ছাড়া সকল মসজিদ থেকেই মিছিল বের হয়েছে। পুলিশ কোনটা রেখে কোনটা বাধা দেবে, তাদের ত্রাহি ত্রাহি অবস্থা দেখে দর্শকরা বেশ পুলকিত হয়েছে।

এখনো আমি শুনতে পাচ্ছি বিভিন্ন মিছিলের শ্লোগান। মসজিদে নামাজ শেষে ইমাম সাহেব দুআ করলেন, হে আল্লাহ যারা তোমার দীনদরদী বান্দাদের নির্মমভাবে হত্যা করছে তুমি তাদের ভালোমত চেন। আমাদের চেয়েও বেশী চেন । তাদের তুমি শেষ করে আমাদের দেশটাকে শান্ত করে দাও। জালেম সরকারের হাত থেকে আমাদের মুক্ত করো। তারা তোমাকে পরাস্ত করতে পারে না। তুমিতো মহাপরাক্রমশালী। তুমি তাদের ধ্বংশ করো। নামাজীদের আমীন! আমীন!! আওয়াজে বাতাশ ভারী হয়ে গেল। জানিনা আল্লাহর আরশ কেপে উঠল কি না।

বিষয়: বিবিধ

৮৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File