আচ্ছা , জামাত কী আনুষ্টানিকভাবে ৬ ই এপ্রিলের লং মার্চে সমর্থন দিয়েছে ??
লিখেছেন লিখেছেন শিশির ভেজা মন 'ইমন' ৩০ মার্চ, ২০১৩, ০৯:২৩:৩৯ রাত
আচ্ছা , জামাত কী আনুষ্টানিকভাবে ৬ ই এপ্রিলের লং মার্চে সমর্থন দিয়েছে ??
যদি আনুষ্টানিকভাবে একাত্মতা ঘোষনা না করে থাকে তাহলে তাদের প্রতি অনুরোধ আপনারা এমন একটি বিবৃতি দিন যেখানে " জামায়াতে ইসলাম বাংলাদেশ " এর জায়গায় " মুসলমান " এর ঈমানী দায়িত্ব হিসেবে সেই লং মার্চে একাত্মতা ঘোষনা করুন । ।
আর ঘোষনা দিয়ে থাকলে তো আলহামদুলিল্লাহ । ।
তবে এই লং মার্চ থেকে কোন রাজনীতিক ফায়দা লোটার চেষ্টা করবেন না , এর আগে আপনাদের ফায়দা লোটার চেষ্টার কারনে বেশ কিছু কর্মসূচি বিতর্কিত হয়েছে । ।
এই কর্মসূচি রাজনীতির উর্ধ্বে , নাস্তিকদের বিরুদ্ধে । ।
জামায়াত ঘোষনা দিয়ে থাকলে জামায়াত , বিএনপি আর আজ এরশাদ কাকুর জাতীয় পার্টি , চরমোনাই এর ইসলামি আন্দোলন বাংলাদেশসহ ইসলামি সংগঠনগুলো এই কর্মসূচিতে সমর্থন দিয়েছে । ।
আম্লীগের মধ্যেও যারা ইসলামপন্থী আছেন তাদের প্রতি অনুরোধ , এটি আম্লীগের বিরুদ্ধে নয় সরকারের বিরুদ্ধে নয় , নাস্তিকদের বিরুদ্ধে কর্মসূচি ।
তাই আপনারাও এতে সমর্থন দিন ।
সেই সাথে সরকারের প্রতি অনুরোধ , দয়া করে আপনারা এই কর্মসূচিতে কোনরূপ অপপ্রচার করবেন না , বাধা দেয়ার চেষ্টা করবেন না ।
চরমোনাইয়ের সমাবেশ দেখে নিশ্চই ধারনা পেয়েছেন লং মার্চটি কেমন হবে ??
বাধা দিলে আপনাদেরই লস ।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে তাদের নিরাপত্তা দিন , তাদের দাবী মেনে নিয়ে ইসলাম অবমাননাকারী নাস্তিকদের বিরুদ্ধে তাড়াতাড়ি কঠোর ব্যাবস্থা গ্রহন করুন । ।
আর মিডিয়ার প্রতি বিশেষ বিশেষ অনুরোধ , শাহবাগ নিয়ে তো অনেক নাচলেন ।
একদিনের জন্য অন্তত ৬ এপ্রিলের লং মার্চটি সঠিকভাবে কভার করবেন প্লিজ ।
http://www.facebook.com/songbadpotro24
বিষয়: বিবিধ
১৩৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন