বিএনপিকে বলি, খালেদা জিয়াকে বলি
লিখেছেন লিখেছেন এলাচি ১৪ মে, ২০১৬, ০৯:৩৬:৪২ রাত
মাওলানা নিজামীর রায়ে অন্তত বলতে পারতেন তিনি ন্যায় বিচার পাননি, এটা আদালত অবমাননা নয়l
জানাজায় শরিক হতে পারতেন, কারণ মৃত্যুর পরে কারো কোনো দল থাকেনাl
আপনারা নিরব থাকলেন l
খালেদা ও তারেক জিয়া আদালতে দন্ডিত হবেন, জেলে যাবেন এবং রাজনীতি থেকে বিদায় নেবেন- এটা এখন সময়ের ব্যাপার মাত্রl
তখন কিন্তু দেখবেন কেউ কোন কথা বলছেনা l
কারন তখন বলার কেউ থাকবেনাl
বিষয়: বিবিধ
১১৭৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জামায়াতকে মন্ত্রিত্ব দেওয়ায় বি এন পি গনধিকৃত, তাহলে আলীগ ক্ষমতায় আসার পর বিভিন্ন নির্বাচনে বিএনপির একের পর এক জয় গনধিকৃত হলে কিভাবে? তখনও তো জামায়াত বিএনপির সাথে জোটবদ্ধ!
রেডি কমেন্ট আর কতকাল করবেন হতচ্ছাড়া। এইবার একটু ভিন্নতা আনুন
যেহেতু ক্ষমতার মধু নেই, তাই আশেপাশে লোক নেই।
াজামায়াতের সাথে আওয়ামী লীগ যতই চিটিংবাজী করুক না কেন জামায়াত কিন্তু আওয়ামী লীগের ফিল্ড গড়ে দিয়েছে তলে তলে।
@ পাজি সালাউদ্দিন : সত্য কথা তিতা হয় , ভাল না লাগবারই কথা.
@ এলাচি : বিএনপি প্রকৃত মুক্তিযোদ্ধাদের দল আর জামায়াত সম্পূর্ণ তার বিপরীত । জামায়াত এই মুক্তিযুদ্ধে দলটির সাথেই প্রতারণা করেছিল ১৯৯৫-৯৫ এ । যে দলটির প্রধান জামায়াত সহ সবার রাজনীতি করার ক্ষেত্র করে দিয়েছিল ।
অকৃতজ্ঞ , বিশ্বাসঘাতক জামায়াতকে তবুও জোটে নিয়েছে, মন্ত্রীত্ব দিয়ে চরম বোকামী করেছে বিএনপি। ভাসমান ভোটাররা বিএনপিকে পছন্দ করতো জিয়ার ইমেজের কারণে । তার সেই ভাষণের কারণে । খালেদা-তারেক মিলে দলটাকে প্রায় শেষই করে দিয়েছে ।
বিএনপির এখন বিবৃতি দেওয়া উচিত যে তারা আর জামায়াতকে সাথে রাখবে না । এটা বিএনপির ইমেজ কিছুটা হলেও ফিরিয়ে আনবে ।
নামের একটা ফেকরা আছে আমি বুঝি।
পোস্ট দেইনি তবে খেয়াল রাখতাম ঠিকই।
মন্তব্য করতে লগইন করুন