ফেরানো গেলোনা কিছুতেই

লিখেছেন লিখেছেন দৃপ্ত কন্ঠ ০৭ এপ্রিল, ২০১৩, ০১:৫৮:২৩ দুপুর

মৃত প্রায় একটা গাছ পরিচর্যা করলে হয়ত তা আবার সজীবতা ফিরে পায়,

কিন্তু সেটি যদি মৃত হয় তা কি ফেরার মত????????????????????

শাহবাগ তেমন একটি মৃত গাছ।তাকে আর ফিরানো যাবেনা।।

তবে এ গাছের মালিদের প্রশংসা না করে পারছি না।তাদের বুদ্ধির প্রশংসা না করে পারছি না।

তারা এ মৃত গাছটাকে সজীবতার আবরনে ঢাকার যে কৌশল নিয়েছে তা বলতে গেলে অসাধারন।

যা তাদের তিক্ষ্ন বুদ্ধির পরিচায়ক।ভাটা পড়া শাহবাগে মানুষের উপস্থিতি মিডিয়ায় প্রকাশ করার জন্য তারা এক অভিনব পন্থা অবলম্বন করেছে।তারা সমাবেশ ডেকেছে ১৪ ই এপ্রিল।মানে পহেলা বৈশাখ।বাংলা নববর্ষের প্রথম দিন,বাঙ্গালী জাতীর প্রানের উৎসবের দিন।এমনিতেই ঐদিন শাহবাগ থাকে মানুষের পদভারে মুখরিত।নাচ গান করবে আর তা দেখার জন্য সেখানে অটোমেটিক উপস্থিত মানুষ ভির করবে।গায়ে হলুদ রং মাখা মিডিয়া (জন্ডিস সাংবাদিক) গুলো তা প্রচার করবে অত্যন্ত নিষ্ঠার সাথে।দেখাবে লোকে লোকারন্য শাহবাগ।তবে তাতে আর কিছু হোক আর না হোক ইসলাম প্রিয় জনতার অন্তরে কতটুকু প্রভাব ফেলবে তা ভেবে দেখার বিষয়।...........................

আমি আগেই বলে রাখি আমি একটা গান গাইব............ফেরানো গেলো না কিছুতেই...............

বিষয়: বিবিধ

১২৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File